রিশাদ তার পরীক্ষায় উতরে গেছে: হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
নিউজিল্যান্ড সিরিজে দারুণ পারফরম্যান্স করেছেন রিশাদ হোসেন। তরুণ এই লেগস্পিনার সম্ভাবনাময় পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছেন। তার পারফরম্যান্সে সন্তুষ্ট চন্ডিকা হাথুরুসিংহেও। বাংলাদেশের হেড কোচ সিরিজ শেষে স্পষ্টই ইঙ্গিত দিলেন, আগামী দিনগুলোতেও খেলা হচ্ছে রিশাদের।
বাংলাদেশ ক্রিকেটে এক বিশাল আক্ষেপ ছিল লেগস্পিনার নিয়ে। রিশাদ যেন সেই আক্ষেপে কিছুটা প্রলেপ মাখিয়ে দিলেন। খুব বড়সড় কোনও পারফরম্যান্স না করলেও বল হাতে নিয়ন্ত্রিত পারফরম্যান্স করেছেন তিনি।
প্রথম ওয়ানডেতে ৯.২ ওভারে উইকেটহীন ছিলেন রিশাদ। রান খরচা করেন ৬২। দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি তিনি। তৃতীয় ম্যাচে কিউইদের ৯৮ রানে অলআউট হওয়ার দিনে তিন ওভারে মাত্র চার রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

তারপর টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে তিন ওভারে ২৪ রান দেন রিশাদ। নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও তিন ওভারে মাত্র ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। আর তৃতীয় ম্যাচে দুই ওভারে দেন ১৯ রান।
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১৮ ঘন্টা আগে
সিরিজ শেষে হাথুরুসিংহে বলেন, 'আরেকটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ স্পিনারকে সাদা বলে ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উতরে গেছে।'
শুধু রিশাদ নন; শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিবদের পারফরম্যান্সে বেশ মুগ্ধ বাংলাদেশের হেড কোচ। এদের মধ্যে তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে শরিফুল হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। তার পারফরম্যান্স বেশি মনে ধরেছে হেড কোচের।
হাথুরুস???ংহে আরও বলেন, 'আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম তিন ফরম্যাটেই সম্প্রতি সে আমাদের জন্য অসাধারণ। ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। এখন সে সেরা বোলার।'
'পুরো সিরিজজুড়ে যেভাবে বল করেছি, বেশ মুগ্ধ করার মতো। হ্যাঁ, হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি। এক পর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি।'