এই তারুণ্য ভরা দলের ভয় নেই: হাথুরুসিংহে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
নিউজিল্যান্ড সফর শুরুর আগেই নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, এবারের সফরটি আলাদা হতে যাচ্ছে। এই দলের 'বিশেষ কিছু' করার ক্ষমতা আছে, এমনটা বলেছিলেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক। অন্যান্যবারের তুলনায় নিউজিল্যান্ড সিরিজ স্বপ্নের মতোই শেষ করেছে বাংলাদেশ। এই কৃতিত্ব ক্রিকেটারদের দিচ্ছেন চান্দিকা হাথুরুসিংহে। বাংলাদেশের ক্রিকেটারদের ভয়ডরহীন মানসিকতায় মুগ্ধ হয়েছেন টাইগারদের কোচ।
ওয়ানডে সিরিজে টানা দুটি ম্যাচ হেরে সফর শুরু করেছিল বাংলাদেশ। যদিও সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়ে যায় বাংলাদেশ। তারপর টি-টোয়েন্টি সিরিজ দাপটের সঙ্গেই শুরু করে টাইগাররা।
প্রথম ম্যাচটি পাঁচ উইকেটে জিতে যায় তারা। দ্বিতীয় ম্যাচটি অবশ্য বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। তারপর তৃতীয় ও শেষ ম্যাচে আবারও জিতে যায় কিউইরা। এবার কোনও সিরিজ না জিতলেও কিউইদের ডেরায় বাংলাদেশের টানা হারের বীভৎস পারফরম্যান্সে ছেদ পড়েছে। এই সফরকে তাই 'সফল' বলছেন হাথুরুসিংহে।

বাংলাদেশের কোচ বলেন, 'আপনি যেমন বললেন, সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। আমার মনে হয় ক্রিকেটারদের অ্যাটিচিউড দারুণ ছিল। এই তরুণ দলটার কোনো ভয় নেই।'
'তারা মাঠে প্রতিদ্বন্দ্বীতা করতে চায়। আরেকটা ব্যাপার হচ্ছে শান্তর নেতৃত্ব অসাধারণ ছিল। সে টেকটিক্যালি স্পট অন ছিল। ক্রিকেটারদের সঙ্গে বার্তায় সে খুব পরিষ্কার ছিল। তাদের কাছে কী চায় স্পষ্ট করে বলেছে।'
এবারের সিরিজে ছিলেন না তামিম ইকবাল। ইনজুরি থাকায় সাকিব আল হাসানও ছিলেন না। বিশ্বকাপের পর বিশ্রামে ছিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। সিনিয়ররা না থাকায় ড্রেসিংরুমের পরিবেশ আরও ভালো ছিল বলে মনে করেন হাথুরুসিংহে।
তিনি আরও বলেন, 'যদি আমি কিছু বলি, তাহলে নানা জল্পনা তৈরি হবে সত্যি বলতে। সিনিয়রদের এখানে না থাকায় তাদের অ্যাটিচিউডের কোনো সম্পর্ক নাই। আমার মনে হয় তারা তাদের ক্রিকেটটা উপভোগ করতে চেয়েছে।'
'আমার মনে হয় ড্রেসিংরুমের পরিবেশটা বেশ ভালো। কারণ তাদের যোগাযোগটা বেশ স্পষ্ট, যেমন আমি বলেছি শান্তর পক্ষ থেকে। তারা জানে তারা যথেষ্ট ভালো প্লেয়ার প্রতিদ্বন্দ্বীতা করার জন্য। আমার মনে হয় এজন্য তাদের মনে কোনো ভয় ছিল না'
পুরো সিরিজে দারুণ নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্তকেও কৃতিত্ব দিচ্ছেন বাংলাদেশের হেড কোচ। শান্তকে পরবর্তী অধিনায়ক হিসাবে পেতেও আপত্তি নেই তার, 'আমার মনে হয় তারা বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত যথেষ্ট প্রমাণ রেখেছে তাকে সিরিয়াসলি নেয়ার।'