promotional_ad

‘ভারত সবচেয়ে কম সাফল্য পাওয়া দলগুলোর একটি’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাটলারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে সমস্যার সমাধান হবে না: ভন

২৮ ফেব্রুয়ারি ২৫
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারের পর জস বাটলার, ফাইল ফটো

বৈশ্বিক আসরে বরাবরই ফেভারিটের তকমা নিয়ে খেলতে নামে ভারত। তবে সাফল্যের বেলায় একেবারে যেন বিবর্ণ তারা। সবশেষ এক দশকে কোনো ট্রফিই জিততে পারেনি তারা। অথচ শক্তি-সামর্থ্যে বেশিরভাগ দলের চেয়ে এগিয়ে থাকেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। মাইকেল ভন মনে করেন, ভারত সবচেয়ে কম সাফল্য পাওয়া দলগুলোর একটি।


গত কয়েক বছর ধরেই বিশ্বক্রিকেটে নিজেদের দাপট দেখাচ্ছে ভারত, তবে বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হলেই যেন নিজেদের হারিয়ে খুঁজেন রোহিতরা। বড় মঞ্চে এসে ছোট ছোট ভুলেই যেন সর্বনাশ হয় ভারতের। সর্বশেষ ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। এরপর এক দশক ধরে বৈশ্বিক শিরোপা জয়ের স্বাদ পায়নি দলটি।



promotional_ad

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেললেও শিরোপা ধরা দেয়নি ভারতের হাতে। কদিন আগে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপেও খুব কাছে গিয়ে শিরোপা হাতছাড়া করেছে তারা। অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হারের পর এবার ইনিংস ব্যবধানে টেস্ট হেরেছে ভারত। সাউথ আফ্রিকার বিপক্ষে এমন হারের পর ভারতকে নিয়ে কথা বলেছেন ভন।


আরো পড়ুন

‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের

৩১ মিনিট আগে
শিরোপা হাতে ভারতের উল্লাস, ফাইল ফটো

যেখানে তার সঙ্গে ছিলেন স্টিভ ওয়াহ। টিভি স্ক্রিনে ভারত ও সাউথ আফ্রিকার ম্যাচের স্কোরকার্ড দেখার পর ওয়াহকে ভন প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় না বিশ্ব ক্রীড়াঙ্গনে ভারত সবচেয়ে কম সাফল্য পাওয়া দলগুলোর একটি?’ জবাবে ওয়াহ হাসতে হাসতে বলেন, ‘আমি চাপে পড়ে গেলাম। এ প্রশ্ন আমাকে কেন করছেন? আপনার কী মনে হয়, কেন (ভারতের অর্জন কম)?’


ভারত যে অনেকদিন কোনো ট্রফি জেতে না সেটা মনে করিয়ে দিয়ে ভন বলেন, ‘দেখুন না, সাম্প্রতিক সময়ে ওরা কিছুই জেতেনি। ওদের নাকি এত প্রতিভা; এত দক্ষতা, অথচ সর্বশেষ কবে ওরা (বড়) কিছু জিতেছিল মনে করতে পারেন?’



২০১৮-১৯ এবং ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ভারত। সেটিকে চমৎকার বললেও ভারতের বিশ্বকাপ পারফরম্যান্সে খুশি নন ভন। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে হতাশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। সবমিলিয়ে তাদের খুব বেশি অর্জন দেখছেন না তিনি।


ভন বলেন, ‘ওরা অস্ট্রেলিয়ায় সর্বশেষ দুটি সিরিজ (২০১৮-১৯ ও ২০২০-২১ বোর্ডার-গাভাস্কার ট্রফি) জিতেছে। চমৎকার ব্যাপার। কিন্তু গত কয়েকটি বিশ্বকাপে ওদের খুঁজে পাওয়া যায়নি। না ওয়ানডে বিশ্বকাপে, না টি-টোয়েন্টি বিশ্বকাপে। আমার তো মনে হয় ওদের অর্জন খুব কম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball