promotional_ad

নিউজিল্যান্ড সফরের জন্য প্রোটিয়াদের আনকোরা দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

সাউথ আফ্রিকা ব্যস্ত সময় কাটাচ্ছে ভারত সিরিজে। আর নিউজিল্যান্ড ব্যস্ত বাংলাদেশ সিরিজ নিয়ে। দুই দলই নতুন বছর শুরু করবে একে অপরের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। ক্রিকেট সাউথ আফ্রিকা আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। দলে নেই নিয়মিত ক্রিকেটারদের প্রায় কেউই।


সাউথ আফ্রিকার ১৪ জনের দলের ৭ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। আসন্ন এই সিরিজে প্রোটিয়া দলের অধিনায়কত্ব দেয়া হয়েছে নিল ব্র্যান্ডকে। যিনি আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেননি এর আগে। অধিনায়ক ব্যান্ড ছাড়াও অভিষেকের অপেক্ষায় আছেন ক্লাইড ফরচুন, রুয়ান ডি সোয়ার্ট, শেপো মোরেকি, মিহলালি এমপোঙ্গোয়ানা, রেনার্ড ফন টন্ডার ও শন ফন বার্গ।



promotional_ad

ভারতের বিপক্ষে সিরিজ খেলা টেস্ট দল থেকে আছেন কেবল ডেভিড বেডিংহ্যাম, কিগান পিটারসেন ও জুবাইর হামজা। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টোয়েন্টি। মূলত এই টুর্নামেন্টের কারণেই নিয়মিত ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছে।


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১৭ ঘন্টা আগে
বরুণ চক্রবর্তী, আইসিসি

এ কারণে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনাও থাকছেন না কিউইদের বিপক্ষে সিরিজে।


ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট দিয়ে অবসরে যাচ্ছেন ডিন এলগার। তিনি খেলছেন না এসএ টোয়েন্টিতেও। এ কারণে বিবেচনার বাইরে আছেন তিনিও। আগামী ৪ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা সিরিজ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৩ ফেব্রুয়ারি হ্যামিল্টনে। 



সাউথ আফ্রিকা স্কোয়াড:


নিল ব্র্যান্ড (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, রুয়ান ডি সোয়ার্ট, ক্লাইড ফরচুন, জুবাইর হামজা, শেপো মোরেকি, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডোয়াইন অলিভিয়ের, ড্যান প্যাটারসন, কিগান পিটারসেন, ড্যান পিয়েট, রেনার্ড ফন টন্ডার, শন ফন বার্গ ও খায়া জন্ডো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball