promotional_ad

দিপুর সেঞ্চুরি ম্লান করে নর্থ জোনের শিরোপা উল্লাস

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এপ্রিল-মে মাসে বিসিএল, টুর্নামেন্ট হবে গোলাপি বলে

১০ মার্চ ২৫
গোলাপি বলে বিসিএল

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে টুর্নামেন্টে ইস্ট জোনকে ৪ উইকেটে হারিয়েছে নর্থ জোন। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৭৫ রান করেছিল ইস্ট জোন। জবাবে খেলতে নেমে ৩৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে নর্থ জোন। এ নিয়ে বিসিএল ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেল নর্থ জোন।


মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি নর্থ জোন। তারা দলীয় ৩৩ রানেই হারায় ওপেনার হাবিবুর রহমানের উইকেট। তিনি আউট হয়েছেন মাত্র ১৭ রান করে। এরপর অমিত হাসান (৯) ও আব্দুল্লাহ আল মামুনও (৮) থিতু হতে পারেননি। ওপেনার তানজিদ হাসান তামিম ফিরেছেন ৪৬ বলে ৪৩ রান করে।



promotional_ad

দলীয় ৮৬ রানের মধ্যে ৪ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল নর্থ জোন। সেখান থেকেই দলকে টেনে তুলেছেন প্রীতম কুমার ও তাইবুর রহমান। পঞ্চম উইকেটে এই দুজনের জুটি থেকে এসেছে ৯০ রান। আর তাতেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে নর্থ জোন।


তাইবুর ৩০ বলে ২৪ রান করে আউট হলে এই জুটি ভাঙে। এরপর অধিনায়ক আকবর আলীকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন প্রীতম। এই মিডল অর্ডার ব্যাটার সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরেছেন ৮৬ বলে ৭৬ রান করে। আউট হওয়ার আগে দলের জয় অনেকটাই নিশ্চিত করে দিয়ে গেছেন তিনি।


শেষদিকে নাহিদুল ইসলামকে নিয়ে নর্থ জোনকে জিতিয়ে মাঠ ছেড়েছেন আকবর। নর্থ জোন দলপতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৯ বলে ৫৩ রান করে। ৮ বলে ১৩ রান করে সঙ্গী ছিলে নাহিদুল। ইস্ট জোনের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাসুম আহমেদ। একটি করে উইকেট পান রেজাউর রহমান রাজা ও নাঈম হাসান।



এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ইস্ট জোন। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে পারভেজ হোসেন ইমন আউট হন ৮৯ বলে ৭৩ রান করে। অবশ্য সেঞ্চুরি পেয়েছেন শাহাদাত হোসেন দিপু। ১২২ বলে ১১৩ রান করে তিনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে ইস্ট জোনের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেন তিনি।


শেষদিকে ৩৬ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর। নর্থ জোনের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। একটি উইকেট পেয়েছেন শহিদুল ইসলাম। এমন বোলিংয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন নাহিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball