promotional_ad

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সুযোগ শেষ হয়ে যায়নি: বাশার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মাঠে নামার আগে ক্রিকেটারদের ‘ফ্রি’ লাইসেন্স দিলেন লিটন

১৩ ঘন্টা আগে
সংবাদ সম্মেলনে লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

বিশ্রামের নামে ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর অনেকেই মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। যদিও ব্যাট হাতে পারফর্ম করে আবারও ওয়ানডে দলে ফিরেছেন তিনি। খেলেছেন ওয়ানডে বিশ্বকাপেও। তবে টি-টোয়েন্টি দলে এখনও ব্রাত্য এক সময়ের এই অধিনায়ক।


আগামী বছরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। মাহমুদউল্লাহ বিশ্বকাপের দলে থাকবেন কিনা তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অবশ্য জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার মনে করেন মাহমুদউল্লাহর এখনও টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ রয়েছে।


promotional_ad

বিশ্বকাপে শেষ ম্যাচে পাওয়া চোটের কারণে চলতি নিউজিল্যান্ড সফরে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। তবে দ্রুতই তার মাঠে ফেরার কথা রয়েছে। ওয়ানডের সঙ্গে টি-টোয়েন্টি দলেও মাহমুদউল্লাহ ফিরতে পারেন কিনা সে দিকেই চোখ থাকবে সবার।


আরো পড়ুন

মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ

১৬ এপ্রিল ২৫
মোহামেডানের হয়ে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, ক্রিকফ্রেঞ্জি

মাহমুদউল্লাহ ফেরার সম্ভাবনা নিয়ে বাশার বলেছেন, 'রিয়াদ টি-টোয়েন্টি ফরম্যাট থেকে এখনও অবসর নেয়নি। যখন অবসর নেয়নি তার সুযোগ সবসময় আছে। যেহেতু সাদা বলের ফরম্যাটে খেলছে বিশেষ করে ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে খেলবে কিনা আমার মনে হয় সেটা সামনেই বলে দিতে পারব।'


আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটারদেরও সুযোগ দেখছেন বাশার। তিনি মনে করেন বিপিএল থেকে এই ফরম্যাটের উপযোগী বেশ কয়েকজন ক্রিকেটার পাবেন তারা। টি-টোয়েন্টি দল হিসেবে বাংলাদেশ ধারাবাহিকভাবে পারফর্ম করছে। ভবিষ্যতে এই দল নিয়ে তিনি আরও আশাবাদী।


বাশার আরও বলেন, 'সামনে যে বিপিএলটা হবে আশা করছি নতুন কিছু প্লেয়ার পাবো। যেটা ভালো হচ্ছে, আমরা টি-টোয়েন্টি ফরম্যাটটায় পিছিয়ে ছিলাম। কিন্তু এখন আমরা টি-টোয়েন্টিতে পারফর্ম করা শুরু করেছি। দেখুন আমরা টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও সিরিজে হারিয়েছিলাম। এবার নিউজিল্যান্ডে ভালো করেছি। আশা তো করতেই পারি সামনে আরও ভালো খেলব। বিপিএল দিয়ে আশা করছি আরও কিছু খেলোয়াড় পাবো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball