গিল-রাচিনের মাঝে ভবিষ্যৎ তারকা দেখছেন নাসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১৭ ঘন্টা আগে
প্রতিবছরই অনেক প্রতিভাবান ক্রিকেটারই আসেন আন্তর্জাতিক ক্রিকেটে অমিত প্রতিভা নিয়ে। এর মধ্যে অনেকেই পারফরম্যান্স দিয়ে থিতু হতে পারেন না ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে। আবার অনেকে ধারাবাহিক পারফর্ম করে নিজেদের নিয়ে যান অনন্য উচ্চতায়। এ বছরের বিশ্বকাপে অনেক তরুণ ক্রিকেটার পারফর্ম করেছেন। তাদের মধ্যে থেকে দুজন ক্রিকেটারকে বেছে নিয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন।
তিনি মনে করেন ভারতের ওপেনার শুভমান গিল ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র ভবিষ্যৎ তারকা হতে পারেন। সম্প্রতি আইসিসির এক ভিডিওতে ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের নিয়ে কথা বলতে গিয়ে রাচিন ও গিলের নাম বলেছেন সাবেক এই ইংলিশ ব্যাটার। ফর্মের তুঙ্গে থেকে ২০২৩ সাল শেষ করলেও নাসের মনে করেন গিল ২০২৪ সালে আরও ভালো করবেন।

তিনি বলেন, ‘আমি শুভমান গিলের কথা বলব। আমার মনে হয় তার ২০২৩ সালের বেশিরভাগ সময় খুব ভালো কেটেছে। অন্য প্রান্তে রোহিত শর্মার কাছ থেকে সে নিশ্চই অনেক কিছু শিখেছে। হয়তো শেষের দিকে সেই অসুস্থতা ঠিক হয়ে গেছে। তাকে একটু একটু করে এবং তার ফর্ম ফিরে আসতে দেখা গিয়েছে। সে একজন সুপার ট্যালেন্টেড প্লেয়ার এবং সে আগামী কয়েক বছর ধরে ভারতের জন্য পরবর্তী সেনসেশন হতে চলেছে। আশা করি, তার ২০২৪ সালটা আরও ভালো ভাবে কাটবে।’
সান্টনার-রাচিনরা খেলবেন আইপিএলে, কিউইদের অধিনায়ক ব্রেসওয়েল
২২ ঘন্টা আগে
চলতি বছর ৪৭ ম্যাচে ৪৮.৩১ গড়ে ২ হাজার ১২৬ রান করেছেন গিল। এর মধ্যে সাতটি সেঞ্চুরির সঙ্গে ১০টি হাফ সেঞ্চুরি পেয়েছেন ভারতের এই ব্যাটার। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর সর্বোচ্চ রান সংগ্রাহ হিসেবে বছর শেষ করতে চলেছেন গিল। ওয়ানডেতে দুর্দান্ত বছর কাটলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে এতটা সাবলীল ছিলেন না তিনি। এমন ফর্মের পরও তার ধারে কাছে নেই কেউ।
এদিকে বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম কাটিয়েছেন রাচিন। ১০ ম্যাচে ১০৬.৪৪ গড়ে ৫৭৮ রান করে চতুর্থ-সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি। রাচিনকে ইংল্যান্ডে দেখেছিলেন নাসের। সেখানে বল হাতে নিজেদের প্রমাণ করেছিলেন এই স্পিন অলরাউন্ডার। নাসের আশাবাদী কিউই এই অলরাউন্ডার নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারবেন আগামীতেও।
এ প্রসঙ্গে নাসেরের ভাষ্য, ‘যে মানুষটি বিশ্বকাপে আলোকিত করেছিল সে হলো রচিন রবীন্দ্র। বিশ্বকাপে যাওয়ার আগে, আমি তাকে ইংল্যান্ডে কিছুটা দেখেছিলাম। সে লর্ডসে নেমে অর্ডারটি ভেঙে দিয়েছিলেন। আমি ভেবেছিলাম সে খেলতে পারবে। যখন তাকে অর্ডারের শীর্ষে সুযোগ দেয়া হয়েছিল, সে এটি করে দেখিয়েছিল। আশা করি, সে তার অগ্রগতি চালিয়ে যেতে পারবে।’