ওয়ার্নারের ভবিষ্যদ্বাণীতে ইতিবাচক ম্যাকডোনাল্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের সঙ্গে চলমান টেস্ট সিরিজের মাধ্যমেই নিজের সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টানবেন ডেভিড ওয়ার্নার। তার জায়গা কে নিতে যাচ্ছেন, এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে কিছুদিন আগে ওয়ার্নার নিজেই জানান মার্কাস হ্যারিসকে তার পছন্দ। তার এমন মন্তব্য অনেকেই সহজ ভাবে নিতে পারেনি। তবে কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড মনে করিয়ে দেন, ওয়ার্নার নির্বাচক নয়! তবে এমন চিন্তাকে ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
২২ ঘন্টা আগে
অ্যাশেজের পরই নিজের অবসর পরিকল্পনা জানিয়েছিলেন ওয়ার্নার। ফলে লম্বা ধরেই আলোচনা চলছে কে নেবেন ওয়ার্নার জায়গা। যেখানে বারবার নাম আসছে ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস, ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনদের। তবে এদের মধ্যে কে হতে যাচ্ছেন ওয়ার্নারের বদলী, সেই বিষয়ে জানানোর সময় এখনো হয়নি। এমনটাই জানিয়েছেন অজি কোচ।
ম্যাকডোনাল্ড বলেন, 'সমস্ত বিকল্পই বিবেচনা করা হবে, এবং আমরা একটা সময়সীমা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে কোনো সিদ্ধান্ত নেব না। এখানে কয়েকটি বিকল্প রয়েছে। সকলেই সেই বিকল্পগুলো সম্পর্কে ভালোভাবে জানে। আমি এমন ধরনের মানুষ, যে আপনি যখন জানেন আপনার কখন সিদ্ধান্ত নিতে হবে, আমি ঠিক সেই সময়ে নিবো। ততক্ষণ পর্যন্ত আলোচনা চলতে থাকবে। আপাতত আমরা সময়সীমা ঠিক করব। সেটা হবে ওয়েস্ট ইন্ডিজের জন্য নির্বাচন মিটিং।'

এদিকে ওয়ার্নার কিছুদিন আগে মন্তব্য করেন, হ্যারিসের সঙ্গে তার খেলার ধরনে অনেক মিল রয়েছে। ওয়ার্নারের বিশ্বাস, সুযোগ পেলেই নিজেকে মেলে ধরতে পারবেন হ্যারিস। কিন্তু ওয়ার্নারের এমন মন্তব্য অনেকেই সহজভাবে নিতে পারেনি। তবে ম্যাকডোনাল্ডের এখানে খারাপ কিছু দেখছেন না। বরং তার কাছে এটা দারুণ ব্যাপার।
ম্যাকডোনাল্ডের ভাষ্যমতে, 'ডেভি (ওয়ার্নার) নির্বাচক নন, এবং আমার মনে আছে যখন ডেভি ম্যাট রেনশকে সমর্থন করেছিলেন। তাই আমি মনে করি পরেরবার সম্ভবত ক্যাম ব্যানক্রফট এবং তারপরে ক্যামেরন গ্রীন হতে যাচ্ছে তার পছন্দ। কিন্তু... যখন একজন সতীর্থ্য অন্য কাউকে সমর্থন করেন তখন এটি দুর্দান্ত ব???যাপার।'
'যার মানে হলো, তারা সম্ভবত অন্যান্য খেলোয়াড়দের নিয়েও চিন্তা করেছিলো। মূলত তাকে (ওয়ার্নারকে) এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিলো, এবং আমরা খুশি কারণ সে নিজের মতামত প্রকাশ করেছে।'
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যে কোনো ক্রিকেটার ওয়ার্নারের জায়গা নিতে পারেন। কারণ অস্ট্রেলিয়া চিন্তায় শুধুমাত্র ওপেনার নয়। বরং ওয়ার্নারের বদলী হিসেবে দেখা যেতে পারে মিডল অর্ডার ব্যাটার গ্রিনকেও। তাই অভিজ্ঞ ওপেনার ব্যানক্রফট, রেনশদের পাশাপাশি গ্রিনের সামনেও আছে দারুণ সুযোগ।