লিটনের অভাব ২-৩ জনকে দিয়ে পূরণ করতে চায় বাংলাদেশ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
তামিমের ব্যর্থতার দিনে মোহামেডানকে জেতালেন হৃদয়-অঙ্কন
৬ মার্চ ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামস্টিং ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলেননি লিটন দাস। বর্তমানে পুনর্বাসনে আছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ধারণা করা হচ্ছে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচেও খেলা হবে না লিটনের। সেটা নিয়ে অবশ্য ভাবান্তর নেই বাংলাদেশ দলের। আপাতত লিটনকে ছাড়াই পরিকল্পনা করছে দলটি।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে ৩৬ বলে অপরাজিত ৪২ রানের একটি দারুণ ইনিংস খেলে দলকে জেতাতে ভূমিকা রাখেন লিটন। সেই ম্যাচে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তিনি।

মূলত দারুণ এই ইনিংস খেলার পথেই তার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। সেই ম্যাচে লিটনকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রানও নিতে দেখা যায়। পড়ে তার এমআরআই করে ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি জানা গেছে।
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
লিটনের ইনজুরির ব্যাপারে তাওহীদ হৃদয় বলেন, 'যেহেতু দাদা (লিটন) ভালো একটা ছন্দে ছিল...এখন ইনজুরি তো কারো হাতে নেই। ওনার আপডেট কী সেটাও আমি জানি না। এটা ফিজিও বা কোচরা ভালো বলতে পারবে। যদি সে আমাদের দলে নাও থাকে, আমাদের যা আছে সেটা নিয়ে আমাদের খেলতে হবে।'
'আর টি-টোয়েন্টি খেলা , ২-৩ জনের খেলা। যদি আমাদের ২-৩ জন ব্যাটার ভালো শুরু করে দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ সেটা ভালো খেলব।'
চলতি বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে এই সংস্করণে খুব বেশি ম্যাচ খেলবে না বাংলাদেশ। আর তাই এই ম্যাচগুলো খেলার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ।
হৃদয় আরও বলেন, 'আমাদের সবগুলো ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশি সময় নেই। আর আমাদের হাতে অনেক ম্যাচ আছে, সেটাও না। সামনে হয়ত বিপিএল আছে, এরপর সিরিজ আছে। তো আমাদের প্রত্যেকটা প্লেয়ারের জন্য ম্যাচ অনেক বড় সুযোগ। আমরা চেষ্টা করব সুযোগ কাজে লাগানোর। সামনে যেহেতু বিশ্বকাপ, আমার মনে হয় সবাই এটা জানে। সেভাবে সবাই কাজ করছে।'