promotional_ad

অস্ট্রেলিয়ার চেয়ে পাকিস্তান ভালো খেলেছে: হাফিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি

১৩ ঘন্টা আগে
মহসিন নাকভি ও শহীদ আফ্রিদি

পার্থে ৩৬০ রানে, মেলবোর্নের পাকিস্তানের হার ৭৯ রানে। এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে পাকিস্তান। সিরিজ হারলেও মেলবোর্ন টেস্টের পারফরম্যান্স নিয়ে খুশি মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের টিম ডিরেক্টর মনে করেন, এই ম্যাচে অস্ট্রেলিয়ার চেয়ে ভালো ক্রিকেট খেলেছে পাকিস্তান।


সিরিজ বাঁচাতে মেলবোর্ন টেস্ট জয় কিংবা ড্র করার বিকল্প ছিল না সফরকারীদের সামনে। এদিন টেস্ট জয়ের সম্ভাবনাও ছিল তাদের হাতে। তবে সেটা কাজে লাগাতে পারেননি শান মাসুদের দল। অস্ট্রেলিয়ার দেয়া ৩১৭ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ২১৯ রান করেছিল পাকিস্তান। আঘা সালমান ও মোহাম্মদ রিজওয়ান উইকেটে থাকায় খুব ভালো সুযোগ ছিল তাদের।



promotional_ad

যদিও শেষ পর্যন্ত সেটা করতে পারেনি তারা। ১৮ রানে বাকি ৫ উইকেট হারিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত হেরেছে ৭৯ রানে। অস্ট্রেলিয়াতে নিজেদের হারের ইতিহাস বজায় থাকলো আরও একবার। আগের টেস্টে একেবারেই প্রতিদ্বন্দ্বিতা করতে না পারা পাকিস্তান এবার ব্যাটে-বলে বেশ ভালোই করেছে বলা যায়।


ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে গর্বিত হাফিজ বলেন, ‘দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ছেলেদের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। সবচেয়ে ভালো উপায়ে ছেলেরা আক্রমণ করার সাহস দেখিয়েছে। আমি যদি পুরো ম্যাচের সারমর্ম বলি তাহলে সাধারণত অন্য দলের চেয়ে পাকিস্তান ভালো ক্রিকেট খেলেছে।’


‘ব্যাটিংয়ে আমাদের ইন্টেন্ট ভালো ছিল। আবার আমরা যখন বোলিং করেছি তখন আমরা সঠিক জায়গাতেই বোলিং করেছি। হ্যাঁ, আমরা কিছু ভুল করেছি। যার জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। কিন্তু আমার বিশ্বাস দল হিসেবে আমাদের অনেক ইতিবাচক দিক রয়েছে। জেতার জন্য ‍যথেষ্ট সুযোগ ছিল কিন্তু দিন শেষে আমরা ম্যাচটা জিততে পারিনি।’



পাকিস্তানকে সবচেয়ে বেশি ভুগিয়েছে ক্যাচ মিস। দুই টেস্টে দশটির বেশি ক্যাচ ছেড়েছেন পাকিস্তানের ফিল্ডাররা। দুটি ক্যাচ তাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে। ২ রানে অপরাজিত থাকা ডেভিড ওয়ার্নারের ক্যাচ ছেড়েছিলেন আব্দুল্লাহ শফিক। পরবর্তী উসমান খাওয়াজার সঙ্গে ৮৪ রান যোগ করেন।


দ্বিতীয় ইনিংসে ২০ রানের সময় মিচেল মার্শের ক্যাচ ছেড়েছিলেন আব্দুল্লাহ। পরবর্তীতে ৭৬ রান যোগ করে আউট হয়েছেন ৯৬ রানে। গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ মিস করলেও আব্দুল্লাহ শফিকের পাশে থাকছেন হাফিজ। তিনি বলেন, ‘আমরা দেখেছি আব্দুল্লাহ সেখানে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। ভালো কিছু না হলেও দল হিসেবে আমরা সবসময় সতীর্থদের সমর্থন করি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball