সিরিজ জিতে বাড়ি ফিরতে চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডের ড্রাফটে বাংলাদেশের ২৯ ক্রিকেটার
৫ মার্চ ২৫
নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে আশা ছিল সফরকারীদের। তবে বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়িয়ে দিলো বেরসিক বৃষ্টি। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় শেষ টি-টোয়েন্টির দিকে তাকিয়ে থাকতে হবে নাজমুল হোসেন শান্তর দলকে। সেদিন জিতে ট্রফি হাতে বাড়ি ফিরতে চায় বাংলাদেশ। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন রিশাদ হোসেন।
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পরিসংখ্যানটা ছিল একেবারে বিবর্ণ। এখন খুব বেশি উজ্জ্বল সেটা বলার সুযোগ নেই। তবে এবারের সফরে বদলে গেছে একপেশে পরিসংখ্যান। নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে কিউইদের উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমবার তাদের মাটিতেই ২০ ওভারের কোনো ম্যাচ জেতার ঘটনা ঘটিয়েছে তারা।

তাতে করে সুযোগ তৈরি হয়েছে সিরিজ জয়েরও। মাউন্ট মঙ্গানুইতে বল হাতে নিউজিল্যান্ডকে বেশ ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। তবে বৃষ্টির দাপুটে সেটা সুখস্মৃতি হয়ে উঠতে পারেননি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অপেক্ষা বেড়েছে বাংলাদেশের সিরিজ জয়ের। শেষ ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। এমন সুযোগ হাত ছাড়া করতে চায় না সফরকারীরা।
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
এ প্রসঙ্গে ম্যাচ শেষে রিশাদ বলেন, ‘অবশ্যই অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এত বড় একটি সুযোগ পেয়েছে, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো কাজে লাগানোর।’
বৃষ্টির কারণে এদিন খেলা না হলেও আফসোস করতে নারাজ রিশাদ। বরং ম্যাচ শেষ জিতে সিরিজ জিতে বাড়ি ফিরতে চায় তারা। তিনি বলেন, ‘আসলে কোনো কিছুর আফসোস না করাই ভালো। যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করবো পরের ম্যাচ জিতে, সিরিজ জিতে বাসায় ফেরার জন্য।’
ঘরের মাঠে বরাবরই দুর্দান্ত নিউজিল্যান্ড। তাদের মাটিতে তাদের হারানো যেকোনো দলের জন্যই কঠিন। তবে নিজেদের ওপর বিশ্বাস ছিল বলে জানান রিশাদ। শুধু তাই নয় তরুণ এই লেগ স্পিনার জানিয়েছেন, দলের সবাই বিশ্বাস করতেন নিউজিল্যান্ড যত ভালোই খেলুক তাদের চেয়ে ভালো খেলে হারানো সম্ভব। সেটার জন্য তারা ১০০ কিংবা ১১০ভাগ দিতেও প্রস্তুত ছিলেন তারা।
রিশাদ বলেন, ‘জ্বী, আমাদের এটা (নিউজিল্যান্ডের যত ভালো ক্রিকেটই খেলুক তার চেয়ে ভালো খেলে জেতার আত্মবিশ্বাস) ছিল। সবার মাথায় ছিল যে আমরা যদি ১০০ কিংবা ১১০ ভাগ দেয়ার চেষ্টা করি আরকি। আমরা চিন্তা করছি যে এই সিরিজটা আমরা নিয়ে যাবো দেশে ইনশাআল্লাহ।’