দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন লিটন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লিটন রান করবে এটাই স্বাভাবিক: সুজন
১০ মার্চ ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামস্টিং ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলা হচ্ছে না লিটন দাসের। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে পুনর্বাসনে রাখা হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে ৩৬ বলে অপরাজিত ৪২ রানের একটি দারুণ ইনিংস খেলে দলকে জেতাতে ভূমিকা রাখেন লিটন। সেই ম্যাচে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন তিনি।

মূলত দারুণ এই ইনিংস খেলার পথেই তার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। সেই ম্যাচে লিটনকে খুঁড়িয়ে খুঁড়িয়ে রানও নিতে দেখা যায়। পড়ে তার এমআরআই করে ডান পায়ে হ্যামস্ট্রিং ইনজুরির বিষয়টি জানা গেছে।
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
লিটন না খেলায় এই ম্যাচে উইকেটরক্ষক হিসেবে দেখা যাবে রনি তালুকদারকে। আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনোই উইকেটরক্ষক হিসেবে দেখা যায়নি এই ওপেনারকে। এবার প্রথমবারের মতো উইকেটরক্ষক হিসেবে আন্তর্জাতিক ম্যাচে খেলবেন তিনি।
এদিকে সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে ক্যাচ লুফে নেয়ার সময় ডান হাতে চোট পান সৌম্য সরকার। ম্যাচ শেষে তাকেও হাতে বরফ দিতে দেখা গেছে। লিটনকে এমআরআই করানোর পাশাপাশি তাকেও এক্স-রে করানো হয়।
কিন্তু সৌম্যের রিপোর্ট ভালো এসেছে। যার ফলে আজকের ম্যাচে খেলতে এই ওপেনারের আর কোনও বাধা নেই।