promotional_ad

চট্টগ্রামের জার্সিতে বিপিএল খেলবেন বিশ্বকাপ মাতানো আব্দুল্লাহ শফিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ অভিষেকেই সেঞ্চুরি করে আলোচনার জন্ম দিয়েছিলেন আব্দুল্লাহ শফিক। ফখর জামানের জায়গায় সুযোগ পেয়ে খেলেছেন পরের সবগুলো ম্যাচেই। পাকিস্তানের ওয়ানডে দলের নিয়মিত সদস্যই যেন হয়ে উঠেছেন শফিক। স্ট্রাইক রোটেশনের সঙ্গে দ্রুত রান তোলার দক্ষতাও রয়েছে ডানহাতি এই ওপেনারের।


ভারত বিশ্বকাপ মাতানো এই ক্রিকেটার এবার আসছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলতে দেখা যাবে পাকিস্তানের এই ক্রিকেটারকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


মাত্র ৪ ওয়ানডে খেলা শফিক বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই অথৈ সাগরে পড়েছিলেন। তবে মোহাম্মদ রিজওয়ানকে সঙ্গে নিয়ে সেই অথৈ সাগর পাড়ি দিয়েছেন শফিক। শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করে ১০ চার ও ৩ ছক্কায় খেলেন ১১৩ রানের দুর্দান্ত ইনিংস। তৃতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে গড়েছেন ১৭৬ রানের জুটি।



promotional_ad

যেখানে শফিকের অবদান ৯৯ রান। সেই ম্যাচের পর পাকিস্তানের নিয়মিত ওপেনার হয়ে উঠেছিলেন শফিক। বিশ্বকাপে ৮ ম্যাচে ৪২ গড়ে করেছিলেন ৩৩৬ রান। এবারই প্রথম বিপিএল খেলতে আসছেন পাকিস্তানের এই ওপেনার। ড্রাফটের বাইরে সরাসরি তার সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম।


শফিকের পাশাপাশি চট্টগ্রামের হয়ে বিপিএল খেলতে দেখা যাবে কুশল মেন্ডিসকে। শ্রীলঙ্কার এই ক্রিকেটারকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটার হিসেবে চট্টগ্রামের জার্সিতে দেখা যাবে উইল জ্যাকস, বিলাল খান, মুহাম্মদ ওয়াসিম, কার্টিস ক্যাম্ফারদের।


চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-


রিটেইন- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদ উজ জামান



ডিরেক্ট সাইনিং- শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, আব্দুল্লাহ শফিক, কুশল মেন্ডিস, স্টিফেন স্কিনাজি ও মোহাম্মদ হাসনাইন।


ড্রাফট থেকে- তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball