সিরিজ জয়ের জন্য ছেলেদের উদ্যম নিয়েই নামতে হবে: পোথাস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ, 'বি' ক্যাটাগরিতে মুশফিক
১০ মার্চ ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর ঘটনা অবশ্য ভিন্ন। এবার জয় দিয়েই বাংলাদেশের শুরু। তিন ম্যাচের সিরিজটি তাই যেকোনোভাবেই জিততে চান নিক পোথাস। বাংলাদেশ দলের সহকারী কোচ ক্রিকেটারদের আগের উদ্যম নিয়েই মাঠে যেতে বলছেন।
নেপিয়ারে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে পাঁচ উইকেটে। দ্বিতীয় ম্যাচ খেলার জন্যে ইতোমধ্যেই মাউন্ট মঙ্গানুইতে পৌঁছে গেছে লাল-সবুজের দল। দিনটিতে দলকে বিশ্রামে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। চন্ডিকা হাথুরুসিংহে- পোথাসরা চাইছেন ফুরফুরে মেজাজে থাকুক দলের ক্রিকেটাররা।

পোথাস বলেন, 'আজ লম্বা ভ্রমণ হলো। এমন সূচিতে অভ্যস্ত থাকা আন্তর্জাতিক ক্রিকেটারদের দায়িত্ব। আপনি অনুশীলন করছেন কি না তা জরুরী নয়, বিশ্রাম নেয়াটা জরুরী। সবসময় ম্যাচের আগে প্রস্তুতি নিতেই হবে এমন নয়।'
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
'বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ। ছেলেদের আগের উদ্যম নিয়েই নামতে হবে। আপনি যে বল মোকাবেলা করছেন শুধু সেটা নিয়েই ভাবতে পারেন। পরের ২ বল কী হবে তা ভাবতে পারবেন না, কারণ ভবিষ্যতের নিয়ন্ত্রণ আপনার হাতে নেই। আমরা তাই বর্তমান নিয়েই ভাবছি। আমরা অবশ্যই সেরা ফলাফলটা পেতে চাই। তবে ভুলে যাবেন না তারা বিশ্বের অন্যতম সেরা দল। এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করছি।'
প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৪ রান করে বাংলাদেশ। জবাবে লিটন দাসের ৪২ এবং বাকিদের দায়িত্বশীল কয়েকটি ইনিংসে সহজেই ম্যাচ জিতে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন, কিউইদের ডেরায় এই দলটির ভিন্ন কিছু করার সামর্থ্য আছে।
বরাবরের অন্যান্য দলের মতো এই দলের ক্রিকেটাররাও ব্যর্থ হবে না বলে দাবি করেছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। দেরিতে হলেও তার কথার প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের ম্যাচগুলোতে। এবার পোথাসের মত, এই ক্রিকেটারদের আরও কয়েক বছর একসাথে খেলানোর।
তিনি আরও বলেন, 'আমরা কিন্তু ৫ উইকেটে জিতেছি। টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয় বড় জয়। এই ছেলেরা যদি আগামী ২-৩ বছর খেলতে থাকে তারা দেখিয়ে দিবে তারা কী করতে পারে। একজন ব্যাটার যখন ক্রিজে যায় এটা ভেবে যে এটাই তার শেষ ইনিংস, ব্যাপারটা আতঙ্কের। বোলিংয়ের চেয়ে ভালো ব্যাটিং করা কঠিন। আপনার কাছে সুযোগ একটাই। বোলিংয়ে আপনি একটা খারাপ বল করার পর আরও একটা ভালো বল করে কামব্যাক করতে পারেন। ব্যাটিংয়ে একটাই চান্স। এ কারণে আপনার স্কিল প্রয়োজন।'