‘স্পেশাল’ ম্যাচে সেঞ্চুরিতে আক্ষেপ ঘুচল এলগারের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসি শুধু ভারতের কথা শোনে: অ্যান্ডি রবার্টস
১৪ মিনিট আগে
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন ডিন এলগার। বিদায়ী সিরিজের প্রথম টেস্টেই সেঞ্চুরির দেখা পেয়েছেন সাউথ আফ্রিকার এই ওপেনার। সেই সঙ্গে সেঞ্চুরিয়নে সেঞ্চুরির করার আক্ষেপও ঘুচিয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অপরাজিত আছেন বাঁহাতি এই ব্যাটার। সেঞ্চুরি ছুঁয়ে এলগারের উদযাপন ছিল যেন বাঁধনহারা। সেঞ্চুরির পর লাফিয়ে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়েছেন আকাশে। এভাবেই যেন বিদায়ের শুরুটা উপভোগ করে নিলেন এই প্রোটিয়া ব্যাটার।

এলগার তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্লুফন্টেইনে। যদিও থিতু হয়েছিলেন নর্দান ট্রান্সভালে। ফলে সেঞ্চুরিয়ন এলগারের ঘরের মাঠই হয়ে উঠেছিল সময়ের ব্যবধানে। এই ম্যাচে মাঠে নামার আগেই সেঞ্চুরি নিয়ে আক্ষেপ করেছিলেন সতীর্থদের সঙ্গে। কে জানত প্রকৃতি শেষ বেলায় খালি হাতে যেতে দেবে না এলগারকে।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
সেঞ্চুরির পর এই প্রোটিয়া ব্যাটার বলেছেন, 'সেদিন ওদের সঙ্গে আলাপ হচ্ছিল এটা নিয়ে। ওরা তো অবাক, ভেবেছিল যে এখানে বেশ কয়েকটি সেঞ্চুরি করে ফেলেছি। আমি বললাম, ‘না, এখানে আমি স্রেফ রাবিশ।’ তবে এখন হয়তো অতটা ‘রাবিশ’ নই! আমার জন্য এটা স্পেশাল এক ম্যাচ।'
'সেঞ্চুরিয়নে সেঞ্চুরি ছিল না আমার- ক্যারিয়ারজুড়ে এটা বারবারই দূরে সরে গেছে। এবার এখানে আমার পরিবার, বন্ধুরা সবাই আছে, এই মাঠে আমার শেষ টেস্ট বলে সবাই এসেছে। অবশেষে সুপারস্পোর্ট পার্কের অনার্স বোর্ডে নাম লেখাতে পেরে আমি খুশি। দক্ষিণ আফ্রিকার সব টেস্ট ভেন্যুর (যেগুলোতে তিনি খেলেছেন) অনার্স বোর্ডে আমার নাম আছে, দারুণ ব্যাপার এটি।'
এলগার অবশ্য খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে সাউথ আফ্রিকার টেস্ট দলের কোচ কনরাড শুক্রির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ছিলেন না এলগার। ফলে বিদায় বলা ছাড়া উপায় ছিল না তার কাছে। বছরের শুরুতে টেম্বা বাভুমার কাছে নেতৃত্ব হারিয়েছেন তিনি। তবে বাভুমার ইনজুরিতে সেঞ্চুরিয়ন টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। বিদায় বেলায় এই বাঁহাতি ব্যাটার মনে করেন তার আর প্রমাণ করার কিছু নেই। তবে লক্ষ্য সাউথ আফ্রিকার সিরিজ জয়।
তিনি বলেন, 'আমার মনে হয় না, কিছু প্রমাণের আছে আমার। আমি স্রেফ এখনও দলে অবদান রাখতে চাই। দারুণভাবে বিদায় নিতে চাই, এই টেস্ট ম্যাচ ও সিরিজ জিততে চাই। হারানোর কিছু নেই আমার। আমি সফল হই বা ব্যর্থ, এই সিরিজ তো এমনিতেই আমার শেষ! এই মুহূর্তে চাই দলে অবদান রাখতে, দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে এবং যতটা সম্ভব প্রভাব ফেলতে।'