promotional_ad

আইপিএল নিলামে এতো দাম পাবেন, আশা করেননি দুবে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএল জেতার পর যথেষ্ট স্বীকৃতি পাইনি: আইয়ার

২১ ঘন্টা আগে
কলকাতার জার্সিতে শ্রেয়াস আইয়ার, কেকেআর

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রান বন্যা বইয়ে দিয়েছিলেন শুভম দুবে। মাত্র ৭ ইনিংসেই তার ব্যাট থেকে এসেছিল ২২০ রান। তাও আবার স্ট্রাইক রেট ১৮৫ এর উপরে। বিদর্ভর হয়ে ২০ বলে ৫৮ রানের ঝড়ো একটি ইনিংসও রয়েছে তার।


এমন পারফরম্যান্সের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল পাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার। হয়েছেও তাই। মাত্র ২০ লাখ রুপি ভিত্তিমূল্য থাকলেও তাকে নিতে রাজস্থান রয়্যালসের খরচা করতে হয়েছে ৫.৮ কোটি রুপি। দুবে জানিয়েছেন এতো মূল্য পাবেন তিনি আশা করেননি।


ক্রিকট্রেকারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'নিলামের আগে আমার মিশ্র অনুভূতি ছিল। কারণ আমার কোনো ধারণা ছিল না কারা আমাকে নিতে পারে। তাই উত্তেজনা কাজ করছিল। নিলামের দিন আমি আমার প্রতিদিনের মতো অনুশীলন করছিলাম। সামনেই রঞ্জি ট্রফি আসছে। এখন আমার প্রস্তুতির পূর্ণ মনোযোগ এই টুর্নামেন্টকে ঘিরেই। আমি মুশতাক আলী ট্রফিতে ভালো খেলেছি। তাই আত্মবিশ্বাসী ছিল আমার সুযোগ নিয়ে। সত্যি বলতে আমি আশা করিনি এতো মূল্য পাবো। আমি সে সময় বিস্মিত হয়েছিলাম।'



promotional_ad

এই বাঁহাতি ব্যাটারকে দলে পেতে রীতিমতো লড়াইয়ে নেমেছিল দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান। যদিও শেষ পর্যন্ত নিলাম যুদ্ধে জয়ী হয়েছে রাজস্থানই। আইপিএলের একবারের শিরোপা জয়ী দলটি চাইবে এই তরুণ ব্যাটারের মারমুখী ব্যাটিং কাজে লাগাতে। নিলামের সময় বিড এতো দ্রুত বাড়ছিল তা দেখেই অবাক হয়েছিলেন দুবে।


তিনি বলেন, 'বিডগুলো এতো দ্রুত বাড়ছে দেখে অবাক লাগছিল। আমার বাবা-বা রুমে আমার কাছে বসেই নিলাম দেখছিল। তাদের এই আবেগপ্রবণ মুহূর্ত আমার কাছে অমূল্য। আমি তখনই তাদের পায়ে হাত দিয়েছিলাম এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছিলাম কারণ তাদের প্রার্থনা ছাড়া এটা সম্ভব ছিল না। আমার ভাই এবং কাছের বন্ধুরাও বাড়িতে ছিল এবং তারা আমার জন্য অনেক খুশি।'


দুবের ক্রিকেটে যাত্রাটা হয়েছিল উপমহাদেশের অন্যান্য ছেলেদের মতোই। এক সময় টিভিতে সৌরভ গাঙ্গুলি-বীরেন্দর শেবাগদের দেখে ক্রিকেটের  প্রতি আগ্রহ জেগেছিল তার। সেখান থেকেই পাড়ার ক্রিকেট হয়ে মুশতাক আলী ট্রফিতে খেলেছেন এই মারকুটে ব্যাটার। যদিও তার পরিবারের সক্ষমতা ছিল না ক্রিকেট খেলার জন্য ভালো কিট ব্যাগ কিনে দেয়ার। অবশ্য তার বাবা অনেক কষ্ট করে তার চাহিদা মিটিয়েছেন।


সেই সময়ের কথা স্মরণ করে দুবে বলেন, 'দেশের হাজারো কিশোরের মতো আমার আমার ক্রিকেটে যাত্রাটা হয়েছিল গতানুগতিকভাবে। আমি যখন স্কুলে ছিলাম আমি গলিতে ক্রিকেট খেলতাম পাড়ায় এবং ভারতীয় দলকে দেখতাম টিভিতে। আমি সে সময় সৌরভ গাঙ্গুলি-বীরেন্দর শেবাগদের দেখতে মুখিয়ে থাকতাম। আমি এরপর থেকে বন্ধুদের সঙ্গে পাড়ায় খেলা শুরু করি। 



নিজের প্রথম ক্লাবের কথা বলতে গিয়ে দুবে জানান,'আমি খুবই বিনয়ী পরিবার থেকে এসেছি। আমার পরিবারের সামর্থ্য ছিল না পুরো ক্রিকেট কিট কিনে দেয়ার। কিন্তু আমার বাবা তাও আমাকে কিনে দিয়েছিলেন। এরপর আমার এক চাচা আমাকে পরামর্শ দেন 'অ্যাডভোকেট ইলেভেন' নামের একটি ক্লাবে যোগ দেয়ার জন্য। যেখানে প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা খেলে এর জন্য কোনো খরচা করতে হয় না।'


সেই ক্লাবেই পরিচয় হয়েছিল সেই সময়ের নাগপুর রঞ্জি দলের অধিনায়ক ফাইজ ফজলের সঙ্গে। তাকে দেখেই এক সময় রঞ্জি খেলার স্বপ্ন দেখেছিলেন দুবে। যদিও ফাইজ ভারতের হয়ে একটি মাত্র ওয়ানডে খেলতে পেরেছিলেন। আইপিএলে খেলেছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে। তিনি সেভাবে নিজেকে প্রমাণ করতে না পারলেও দুবের লক্ষ্য আরও অনেকদূর যাওয়া।


এ প্রসঙ্গে দুবে বলেন, 'আমি যখন সেখানে ছিলাম তখন ফাইজ ফজলকে প্রথম দেখি। তিনি নাগপুর রঞ্জি দলের অধিনায়ক ছিলেন সে সময়।। তার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সবাই যেভাবে তাকে সম্মান করত আমি তাকে দেখে এই পর্যায়ে যাওয়ার লক্ষ্য স্থির করেছিলাম। তিনি বাঁহাতি ব্যাটার ছিলেন। এ কারণে তার সঙ্গে আমি নিজেকে আরও ভালো মেলাতে পারতাম। আমি সেই ক্লাবে যোগ দিলাম এবং অনুশীলন শুরু করেছিলাম নিয়মিত।আমি বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানাতে চাই তাদের ক্যাম্পে আমাকে সুযোগ করে দেয়ার জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball