‘অফ-ফর্মে’র ল্যাবুশেন-স্মিথরা টানা সেঞ্চুরি করলেও অবাক হবেন না কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক ভেন্যুতে খেলে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত: কামিন্স
২৫ ফেব্রুয়ারি ২৫
টেস্ট ক্রিকেটে কয়েক বছর আগেও ৫৫-৬০ গড়ে রান তুলেছেন মারনাস ল্যাবুশেন-স্টিভ স্মিথরা। যদিও সাম্প্রতিক সময় ব্যাট হাতে চেনা ছন্দে নেই এই দুই ব্যাটারের কেউই। তাদের নিয়ে একেবারেই আশাহত নন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, যেকোনো সময়ই নিজেদের চেনা সুরে ফিরবে ল্যাবুশেন-স্মিথের ব্যাট।
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৬৩ রানের ইনিংস খেলেন ল্যাবুশেন, দ্বিতীয় ইনিংসে অবশ্য চার রানের বেশি করতে পারেননি। শেষবার তিনি সেঞ্চুরি পেয়েছেন চলতি বছরের জুলাইতে, ইংল্যান্ডের বিপক্ষে। এর আগে সেঞ্চুরি করেছিলেন গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে।

এদিকে পার্থে প্রথম টেস্টে ৩১ ও ৪৫ রানে ফেরার পর মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ২৬ ও অপরাজিত ২৬ রানে আছেন স্মিথ। ল্যাবুশেনের মতো তিনিও শেষ সেঞ্চুরি করেন বছরের মাঝামাঝিতে, ইংল্যান্ডের বিপক্ষেই। এই দুই ব্যাটার রানের মধ্যে থাকলেও 'স্বভাবসুলভ' ফর্মে নেই। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে এটাই মনে করিয়ে দিয়েছেন কামিন্স।
ওয়ানডে থেকে অবসরে স্টিভ স্মিথ
৫ মার্চ ২৫
তিনি বলেন, 'আমি অবাক হবো না যদি ওরা অমনটা (ঘুরে দাঁড়ানো) করে। আমার মনে হয় কয়েক বছর আগেও যখন ওরা ৬০ গড়ে রান তুলেছে, তখন আমরা বলেছি ' দারুণ তো, এটা অসাধারণ পর্যায়ে গেছে। আর ৪-৫ বছর পর বলছি, তারা তাদের মান রাখতে পারেনি! তারা এখনও আগের মতোই আছে।'
'এটা অনেক আগের কথা নয় যখন র্যাঙ্কিংয়ে ১, ২, ৩ নম্বরে আমাদের ব্যাটাররা ছিল। তাই আমি অবাক হবো না যদি ওরা আবারও ৬০-৭০ গড়ে রান তোলে। তারা নেটে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে। আগের মতোই মেরে খেলছে। আমি অবাক হবো না যদি ওরা সবসময় একশ করে।'
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে চা বিরতি পর্যন্ত চার উইকেটে ১১৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩১৮ রানে অলআউট হওয়া দলটির লিড ১৬৭ রানের। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করে ২৬৪ রান।