promotional_ad

অপেক্ষার পর মিরাজের জার্সি উপহার পেয়ে উচ্ছ্বসিত নিকোলস

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আরো পড়ুন

‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ

২০ ফেব্রুয়ারি ২৫
জসপ্রিত বুমরাহ (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ফাইল ফটো

১৬-০, দেখে মনে হতে পারে ফুটবল ম্যাচে হয়ত কোনো দল ১৬ গোলের ব্যবধানে জয় পেয়েছে। এমন ভাবনাটা দোষের কিছু নয়। তবে এটি কোনো ফুটবল ম্যাচের স্কোরলাইন নয়। এটি নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশের খেলা ওয়ানডে ম্যাচের জয়-পরাজয়ের পরিসংখ্যান। নিউজিল্যান্ডে গিয়ে জেতা সফরকারী দলের জন্য সবসময়ই কঠিন। বাংলাদেশের মতো উন্নতি করতে থাকা দেশের জন্য তো আরও কঠিন।


নেপিয়ারে অবশ্য নিজেদের ইতিহাস বদলে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ঘরের মাঠে টানা ১৭ ওয়ানডেতে জয় পাওয়া কিউইদের ৯ উইকেটে হারিয়ে ছুঁতে দেয়নি অস্ট্রেলিয়ার বিশ্ব রেকর্ড। বাংলাদেশ আরও একটা কাজ করেছে, সেটা হলো পরিসংখ্যানটা ১৬-০ থেকে ১৯-০ হতে দেয়নি। নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে প্রথমবার জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশও এড়িয়েছে বাংলাদেশ।



promotional_ad

ম্যাচ জয়ের পর সবাই উচ্ছ্বসিত হওয়াটা স্বাভাবিকই। কিউইদের হারিয়ে তখন ড্রেসিং রুমের দিকে ফিরছিল সফরকারী ক্রিকেটাররা। একটু সামনের দিকেই ছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ যখন ড্রেসিং রুমের ফিরে আসছিল তখন ঠিক ডান পাশে দাঁড়িয়েছিল??ন হেনরি নিকোলস। সেখানে দাঁড়িয়েই মিরাজকে ডেকে নিলেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটার। মিরাজও সায় দিয়েছেন, একটু দ্রুততার সঙ্গে এসে নিকোলসের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি।


কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের কিছু একটা নিয়ে আলাপ করছিলেন তারা দুজন। তবে তারা দুজন কি নিয়ে কথা বলছিলেন সেটা দূর থেকে বোঝা একটু কঠিন। সেটার জন্য তাই অপেক্ষা করতে হয়েছে। যদিও অপেক্ষার প্রহর ফুরিয়েছে একটুতেই। নিকোলসকে হাত দিয়ে ইশারা দিয়ে ড্রেসিং রুমে ফেরেন মিরাজ। বাকি ক্রিকেটাররা ড্রেসিং রুমে থাকলেও কয়েক মিনিটের ব্যবধানে বাইরে চলে আসেন বাংলাদেশের এই অলরাউন্ডার।


তখন তার হাতে একেবারে নতুন প্যাকেটে মোড়ানো জার্সি। এখনও যেন খোলাই হয়নি সেটি। ব্র্যান্ড নিউ জার্সির প্যাকেট এনে নিকোলসের হাতে তুলে দেন মিরাজ। কিউই এই ক্রিকেটারও মনের আনন্দে নিয়ে নিলেন মিরাজের দেয়া সেই বাংলাদেশের জার্সি। অবশেষে জানা যায়, মিরাজের জন্য নিকোলসের অপেক্ষার কারণ। তাদের দুজনের কথোপকথন থেকে নিশ্চিত হওয়া গেল মিরাজের বেশ বড় ভক্ত তিনি।



যদিও মিরাজের আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেন। তবুও মিরাজকে পছন্দ তার। জার্সি নেয়ার সময় দুজনের কথোপকথনও শোনা গেল স্পষ্ট। নিকোলস মিরাজকে বললেন, ‘আমি টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই। তাই সেখানে দেখা হচ্ছে না।’ তবে যাবার বেলায় মিরাজকে শুভকামনা জানালেন ভালো খেলার জন্য৷ আর আশা ব্যক্ত করে গেছেন খুব শীঘ্রই আবারও দেখা হওয়ার।


মিরাজও শুভকামনা জানাতে ভোলেননি নিকোলসকে। গ্যালারিতে দাঁড়িয়ে নিকোলসের অনুভূতি জানতে যাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা পাওয়া যায়নি। তবে যাবার বেলায় থাম্বস আপ দিয়ে বুঝিয়ে গেলেন যে মিরাজের জার্সি পেয়ে তিনি উচ্ছ্বসিত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball