promotional_ad

সল্টের রেকর্ড গড়া সেঞ্চুরিতে সিরিজ সমতায় ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিদেশি ক্রিকেটারদের সংকটে আইপিএলের জৌলুশ কমবে না: ধুমাল

৭ ঘন্টা আগে
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল

গতকাল আইপিএলের নিলামে কোনো দল পাননি ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। অথচ তার রেকর্ড গড়া সেঞ্চুরিতেই টানা দুই জয়ে সিরিজ সমতায় আনল ইংল্যান্ড। এ দিন ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। সেটাতে ভর করেই ২৬৭ রানের পাহাড় সম লক্ষ্য পায় ইংলিশরা। জবাবে ১৯২ রানেই গুঁটিয়ে যায় স্বাগতিকরা।


ক্যারিবীয়ানদের সামনে ছিলো সিরিজ নিজেদের করে নেয়ার সুযোগ, অন্যদিকে জশ বাটলারদের লক্ষ্য সিরিজ সমতায় ফেরা। এমন দিনে টসের ভাগ্যটা সঙ্গে ছিলো না সফরকারীদের। তবে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সল্ট ও জশ বাটলার। মাত্র ৯ ওভার ৫ বলে ১১৭ রানের বড় সংগ্রহ এনে দেন তারা।


promotional_ad

এ সময় দুজনই নিজেদের হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে ২৯ বলে ৫৫ রান করা অধিনায়ক বাটলারকে ফেরান জেসন হোল্ডার। ৩ ছক্কা ও ৬ চারের এই ইনিংস শেষ হয় রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ তুলে দিলে। এরপর উইকেটে আসা উইল জ্যাকসকে নিয়ে মাত্র ২৩ বলে ৫৬ রানের জুটি গড়েন সল্ট। তবে আকিল হোসেনের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পরেন জ্যাকস।


আরো পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ

১৬ মে ২৫
চিন্তায় মগ্ন রস্টন চেজ, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

মাত্র ৯ বলে ২৪ রান করে এই ব্যাটার ফিরলে উইকেটে আসেন লিয়াম লিভিংস্টোন। তাকে সঙ্গী করেই ক্যারিবীয়ান বোলারদের উপর চড়াও হন সল্ট। ৭ চার আর ১০ ছক্কায় ৪৮ বলেই নিজের টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সল্ট। অবশ্য তাকে থামান আন্দ্রে রাসেল। তার ইয়োর্কার ডেলিভারিতে বোল্ড হয়ে ১১৯ রানে থামেন সল্ট। ততক্ষণে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটাও তার নামে লেখা হয়ে গেছে।


উইকেটের অন্য পাশে থাকা লিভিংস্টোন ২১ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন। তাতে করেই ২৬৭ রানের পাহাড়সম সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে দ্রুত রান তুলতে গিয়ে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবীয়ানরা। প্রথম দুই ওভারে ৩২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। এরপর দ্রুত রান তুলতে থাকা নিকোলাস পুরান ১৫ বলে ৩৯ রান করেই সাজঘরে।


ইনিংসের ৮ ওভারের আগেই ১০০ রান তুলে দলটি। সবশেষ রাসেল ২৫ বলে ৫১ রান করলেও পরাজয় এড়াতে পারেনি স্বাগতিকরা। ফলে ২৭ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রিস টপলি নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball