সিরিজের মাঝ পথে দুঃসংবাদ পেল প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১৪ ঘন্টা আগে
সেন্ট জর্জ পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত ও সাউথ আফ্রিকা। যদিও এই ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ পেয়েছে প্রোটিয়ারা। শেষ দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না দুই ক্রিকেটার ওটনিয়েল বার্টমান ও আন্দিলে ফেলুকায়োর।
এক বিবৃতিতে জানানো হয়ে দুজনই সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। অনুশীলনে সাইড স্ট্রেইনের চোট পেয়েছেন বার্টমান। যদিও সিরিজের প্রথম ওয়ানডে থেকেই এই চোটে ভুগছেন ফেলুকায়ো। সিরিজের বাকি দুই ওয়ানডেতে নিশ্চিতভাবেই তার শূন্যতা অনুভব করবে প্রোটিয়ারা।

এরই মধ্যে ফেলুকায়োর বিকল্প হিসেবে বিউরান হেন্ডরিক্সকে দলে নিয়েছে সাউথ আফ্রিকা। এই পেসার প্রোটিয়াদের হয়ে একটি টেস্ট, আটটি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে তিনি তার সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
২০১৯ বিশ্বকাপ দলেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন হেন্ডরিক্স। তবে সেই বিশ্ব আসরে মাত্র একটি ম্যাচে তার খেলার সুযোগ হয়েছিল। তাও আবার আফগানিস্তানের বিপক্ষে। এরপরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েন।
এক পর্যায়ে দল থেকেও বাদ পড়ে যান। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে আবারও দলে ফিরলেন তিনি। তবে তার কপাল খুলেছে শেষ পর্যন্ত ফেলুকায়োর ইনজুরিতে। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি মাঠেও নেমেছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার বল করে ৩২ রান দিয়ে ১২ রান করা সাঞ্জু স্যামসনের উইকেটও। এর আগে রবিবার সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি সাউথ আফ্রিকা। ২০০ বল হাতে রেখে তারা ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে প্রোটিয়াদের। এর ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।