ওভারে দুটি বাউন্সার দেয়া যাবে এবারের আইপিএলে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন
১১ ঘন্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি আসরেই দেখা যায় নতুন নিয়ম। আইপিএলের আগামী আসরেও সেটির ব্যতিক্রম হচ্ছে না। ২০২৪ সালের আইপিএল থেকে ওভারপ্রতি দুটি বাউন্সার করতে পারবেন বোলাররা।
আইসিসির আন্তর্জাতিক টি-টোয়েন্টির নিয়ম অনুযায়ী, ওভারে একটি বাউন্সার বা কাঁধসমান উচ্চতার শর্ট বলকে বৈধ হিসেবে গণ্য করা হয়। এরপর যদি কেউ একই ধরনের ডেলিভারি দেয় তাহলে সেটিকে 'নো বল' বলা হয়।

এবার আইপিএলে পেসাররা বাউন্সার দেবেন দুটি। সেক্ষেত্রে ওভারে তৃতীয় বাউন্সারের ক্ষেত্রে ডাকা হবে 'নো বল'। এমন নিয়মকে স্বাগত জানিয়েছেন ভারতীয় পেসার জয়দেব উনাদকাট। এক সময় আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া এই পেসার বিষয়টির ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন।
ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমার মনে হয় ওভারে দুটি বাউন্সার বেশ কাজে আসবে এবং আমার মনে হয় এটি এমন একটা ব্যাপার, যাতে বোলাররা ব্যাটারদের ওপর সুবিধা পাবে। কারণ, ধরুন একজন স্লো বাউন্সার করল…আগে ব্যাটসম্যান নিশ্চিত থাকত যে আর বাউন্সার আসবে না। তবে এখন ওভারের প্রথম অর্ধে আপনি যদি একটা স্লোয়ার বাউন্সার করেও থাকেন, আপনি আরেকটি করতে পারবেন।’
‘যারা বাউন্সারে দুর্বল, তাদের আরও ভালো হতে হবে। বোলারদের বাড়তি একটি অস্ত্র থাকবে। ফলে আমার মনে হয়, ছোট একটি পরিবর্তনের বড় প্রভাব আছে। বোলার হিসেবে এ নিয়মটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়। ফাস্ট বোলারদের জন্য ডেথ ওভারের বোলিং বেশ ইয়র্কার-কেন্দ্রিক হয়ে পড়ছিল। এখন এটি ইয়র্কার হতে পারে, স্লোয়ার বল হতে পারে এবং এক ওভারে দুটি বাউন্সার হতে পারে।’
আইপিএলে নিয়মের কোনও পরিবর্তন আনার আগে অবশ্য অন্যান্য ঘরোয়া ক্রিকেটে সেটা প্রয়োগ করে দেখে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবারও তার পরিবর্তন ঘটেনি। এর আগে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু করা হয়।