আমি জানি না সৌম্যর সমস্যা কি: হাথুরুসিংহে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে সৌম্য সরকারকে দিয়ে অভাব পূরণ করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে খুঁজেই পাওয়া যায়নি এই ক্রিকেটারকে। বল হাতে ৬ ওভারে দিয়েছেন ৬৩ রান ও ব্যাটিংয়ে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে।
এমন অবস্থায় নিউজিল্যান্ডের কন্ডিশন চেনা সৌম্যকে স্কোয়াডে রাখা নিয়ে উঠছে নানা প্রশ্ন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এখন এই ক্রিকেটারকে নিয়ে আছেন দ্বিধাদ্বন্দ্বে। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বার বার সুযোগ পেয়েও কেন তা কাজে লাগাতে পারছেন না তা জানা নেই লঙ্কান এই কোচের।
বড় মঞ্চে সৌম্য কেন পারফর্ম করতে পারছেন না এই উত্তর খুঁজে বেড়াচ্ছেন খোদ হাথুরুসংহেও। উল্টো তিনি জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে সৌম্যকে তিনি চেয়েছিলেন শুধু এক ম্যাচ দেখেই। ১৭ বছর ধরে দেশকে সার্ভিস দেয়া সাকিবের বিকল্প খুঁজতে গিয়েই সৌম্যকে বিবেচনা করেছিলেন জাতীয় দলের এই প্রধান কোচ।

হাথুরুসিংহে বলেন, 'আমি শেষ ৫ ম্যাচে সৌম্যর খেলা দেখিনি, কি হয়েছে আসলে জানিনা। শুধু শেষ ম্যাচটাই দেখেছি। আমি জানি না সৌম্যর সমস্যা কি। ও ঘরোয়াতে প্রচুর রান করছিলো। আর আমাদের একজনকে দরকার ছিল যে বোলিং ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই।'
'সাকিব ১৭ বছর ধরে খেলছে, আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এই জন্যই সৌম্যর একাদশে থাকা গুরুত্বপূর্ণ। সাকিব যা পারবে সৌম্য তা পারবে না, আমরা চাই ও ব্যাটিং বোলিং টা ঠিক ভাবে করুক। আমরা ওকে আল্রাউন্দার হিসেবে ভাবছি যে দলে অবদান রাখতে পারবে।'
সৌম্যর মতো প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে আশানুরূপ পারফর্ম করতে পারেননি বাকি ব্যাটসম্যানরাও। নেলসনের মাঠে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে কোন পরিবর্তন আসছে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রেখে দিয়েছেন হাথুরুসিংহে। ম্যাচের দিন সকাল পর্যন্ত একাদশ সাজাতে অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন এই লঙ্কান।
এছাড়া স্কোয়াডে থাকা রিশাদ হোসেনকে প্রথম ম্যাচেই সুযোগ দিতে চেয়েছিলেন হাথুরুসিংহে। তবে ফলাফলের কথা ভেবেই একজন বাড়তি ব্যাটার খেলিয়েছেন হাথুরুসিংহে। হাথুরু বলেন, 'একাদশ নিয়ে আমরা এখনো ভাবিনি, উইকেট এখনো ভেজা। আমাদের কাল পরজন্তত অপেক্ষা করতে হবে।'
'প্রথম ম্যাচেই আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতেই আমাদের উইকেট পড়ছে, তাই একাদশে অতিরিক্ত একজন ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মত একজন লেগ স্পিনারকে অবশ্যই দলে চাই।'