promotional_ad

অনেক খেলোয়াড় যাওয়া-আসা করবে, এটা মেনে নিতে হবে: তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মোহামেডানকে জেতালেন তামিম

১৬ ঘন্টা আগে
টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মোহামেডানকে জেতালেন তামিম ইকবাল, ক্রিকফ্রেঞ্জি

আগে থেকেই বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সঙ্গে সূচির সংঘর্ষ ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ২০২২-২৩ মৌসুমে যুক্ত হয়েছে সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। এবার বিপাকে ফেলবে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশও। যার ফলে ডিসেম্বর-জানুয়ারি-ফেব্রুয়ারি এই তিন মাসে মাঠে গড়াবে বিশ্বের পাঁচটি টুর্নামেন্ট।


প্রায় একই ক্রিকেটার খেলে বেড়ান প্রায় সবগুলো লিগে। যার ফলে পুরো আসরের জন্য বিদেশি ক্রিকেটার পেতে বেগ পোহাতে হয় সবগুলো লিগকেই। সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টিতে টাকা বেশি হওয়ায় বেশিরভাগই খেলেন সেখানে। যার ফলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া যায় না বিপিএলে। আন্দ্রে রাসেল, মঈন আলী, রশিদ খানদের মতো তারকাদের পাওয়া গেলেও সেটি অল্প কয়েক ম্যাচের জন্য।


যে কারণে পুরো বিপিএলেই চলে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিল। একই সময়ে পাঁচটি টুর্নামেন্ট হওয়ায় সবাইকে এই কঠিন পরিস্থিতি মেনে নিতে বলছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক জানান, এটার ফলে যাতে দল ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টাই করছেন তারা।



promotional_ad

বরিশালের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আসলে এমন কঠিন একটা পরিস্থিতিতে আমরা আছি। আপনারা জানেন যে, বিপিএল এমন সময়ে শুরু হচ্ছে। একই সময়ে আরও পাঁচটা লিগ একই সাথে চলবে। অনেক খেলোয়াড় আসা-যাওয়ার ওপর থাকবে, আমরা ওইটাই মানিয়ে নেয়ার চেষ্টা করছি এখন বসে সবাই। আমাদের যেন খুব বেশি এফেক্টেট না হোক তারপরও যারা ফরচুন বরিশালের ফ্যানরা আছেন আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ পরিস্থিতিটাই এরকম। আশা করি আমাদের দলের এতটা ক্ষতি হবে না।’


আরো পড়ুন

এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর

১১ ফেব্রুয়ারি ২৫
ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের আগামী আসর। টুর্নামেন্ট শুরুর মাসখানেক বাকি থাকলেও নিজেদের প্রস্তুতি সেরে রাখছে বরিশাল। দলটির মালিক মিজানুর রহমান সব চাহিদা পূরণের চেষ্টা করছেন বলে জানান তামিম।


তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা বরিশাল থেকে আছেন। খুব বেশি সময় আর বাকি নেই বিপিএলের। আমরা ম্যানেজমেন্ট বসে যে কাজগুলো বাকি আছে সেগুলো ঠিকঠাক করতে পারি। আমাদের মালিক মিজান ভাই উনি আমাদের অনেক সময়ও দিচ্ছেন। আমাদের যা যা চাহিদা সেটা চেষ্টা করছেন পূরণ করে দেয়ার। ’


বিপিএলের তিনটি মৌসুমে খেললেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি বরিশাল। একবার ফাইনালে উঠলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল তাদের। আগামী মৌসুমে বরিশালকে নিয়ে শিরোপার জন্য লড়তে চান তামিম। নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসীও বরিশালের অধিনায়ক।



বরিশালের সমর্থকদের আশার কথা শুনিয়ে তামিম বলেন, ‘ইনশা আল্লাহ অন্য সব দিকে থেকে প্রস্তুত। আমি মনে করি আমরা একটা ভালো দল তৈরি করেছি যেটা চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball