‘শর্ট বলে অজিদের সমস্যায় ফেলা যাবে না’, আফ্রিদিদের আকরাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ
১১ মার্চ ২৫
পার্থের উইকেটে বরাবরই বাউন্স থাকে। আর তাই বাউন্স দিয়ে সেখানে ব্যাটারদের কুপোকাত করার পরিকল্পনায় থাকে পেস বোলাররা। যদিও অস্ট্রেলিয়ান ব্যাটারদের ক্ষেত্রে এমনটা প্রযোজ্য নয় বলেই মনে করেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই কিংবদন্তি পেসার মনে করে, লেংথ ঠিক রেখেই পার্থে বোলিং করা উচিত ছিল শাহিন শাহ আফ্রিদি-খুররম শাহজাদদের।
লাইন এবং লেংথ ঠিক রাখতে না পারার খেসারত সিরিজের প্রথম টেস্টে দিতে হয় পাকিস্তানিদের। ১১৩.২ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসেই তোলে ৪৮৭ রান। ওপেনার ডেভিড ওয়ার্নার তুলে নেন সেঞ্চুরি।

প্রথম ইনিংসে অজিদের এমন ব্যাটিংয়ের কারণে পুরো ম্যাচেই পিছিয়ে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৩৬০ রানে প্রথম টেস্টটি হারে তারা। আফ্রিদি, খুররমরা শর্ট বলে ব্যাটারদের বিপদে ফেলতে চাইলেও সেই পরিকল্পনা একেবারেই কাজে আসেনি।
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১১ মার্চ ২৫
এমন ম্যাচের পর আফ্রিদি- খুররমদের উদ্দেশ্য করে ওয়াসিম আকরাম বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলাটা ভিন্ন ব্যাপার। কোকাবুরা বলে ১৫ ওভার পর আর কিছু করা যায় না। তারা (পাকিস্তানের পেসাররা) শর্ট বল করতে চায়। তারা বাউন্সের ওপর নির্ভর করে থাকে। তারা ভালো পুল খেলতে পারে। তারা হুকও ভালো খেলে।’
‘পাকিস্তানের সব বোলারদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, লেংথই আসল। আপনি যখনই লেংথটা ঠিক রাখবেন, তখনই ব্যাটারদের সমস্যায় খেলতে পারবেন। শর্ট বল দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলা যাবে না। অপটাস ক্রিকেট গ্রাউন্ডের বাউন্স দেখে রোমাঞ্চিত হয়ো না।’
খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার মাটিতে ৯ টেস্ট খেলে ২৪.০৫ গড়ে ৩৬ উইকেট নেন ওয়াসিম আকরাম। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং গড় তার। শুধু টেস্ট নয়, ওয়ানডেতেও অস্ট্রেলিয়ায় বেশ সফল ওয়াসিম।