promotional_ad

ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারেন লায়ন, প্রত্যাশা কামিন্সের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||

পার্থ টেস্টের চতুর্থ দিনেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন নাথান লায়ন। পাকিস্তানি ব্যাটার ফাহিম আশরাফকে এলবিডব্লুর ফাঁদে ফেলে লাল বলে নিজের ৫০০ তম উইকেট তুলে নেন তিনি। এমন কীর্তি গড়ায় দলটির অধিনায়ক প্যাট কামিন্স প্রশংসায় ভাসিয়েছেন তাকে। তার মতে, কিংবদন্তি শেন ওয়ার্নকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে লায়নের।


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১১ মার্চ ২৫
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

এর আগে সাদা পোশাকে ৭ জন বোলার পাঁচশর অধিক উইকেট শিকার করেছেন। যেখানে শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন একমাত্র বোলার যার ৮০০ উইকেট রয়েছে। তালিকায় অজি স্পিনার ওয়ার্ন আছেন দ্বিতীয় স্থানে। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট শিকার করে অস্ট্রেলিয়া সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট গ্লেন ম্যাকগ্রার ৫৬৩টি।


ফলে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারি হতে হলে দুজন বোলারকে টপকাতে হবে লায়নকে। অবশ্য ১২৩ টেস্টে খেলে ৫০১ উইকেট নেয়া লায়নের সামনে সেই সুযোগ আছে। এমনটাই মনে করেন দলটির অধিনায়ক কামিন্স। তার মতে এখনো লম্বা সময় খেলার সুযোগ আছে এই অজি স্পিনারের। এমনকি ৭০০ উইকেটও নিতে পারেন তিনি।



promotional_ad

লাল বলে ওয়ার্নারকে ছাড়িয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে কামিন্স বলেন, 'এখনো সে অন্তত পাঁচ বছর খেলতে পারবে। প্রতি বছর ১০টা করে ম্যাচ থাকবে। ফলে আমি মনে করি এখনো সে ৪০ থেকে ৫০টা টেস্ট খেলতে পারবে। তাই আরো চার থেকে পাঁচ বছর খেললে। ম্যাচ প্রতি চার থেকে পাঁচটা উইকেট যদি পায়, তাহলে দুশো উইকেট হয়ে যাবে, মানে ৭০০ হবে।'


আরো পড়ুন

লঙ্কানদের গুঁড়িয়ে অস্ট্রেলিয়ার রেকর্ড গড়া জয়

১ ফেব্রুয়ারি ২৫
ম্যাচ জয়ের পর অস্ট্রেলিয়া দল, এসএলসি

এদিকে বর্তমানে লায়নের বয়স ৩৬ বছর। আগামী ৪ বছর ফিট থাকলে ওয়ার্নারকে পিছে ফেলার একটা বড় সুযোগ থাকবে। অবশ্য ফিট থাকা নিয়েও চলতি বছর একটি কীর্তি গড়েছিলেন লায়ন। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে একটানা একশ টেস্ট খেলার কীর্তি গড়েছিলেন অ্যাশেজে। শুধু ফিট থাকা নয়, লায়ন অস্ট্রেলিয়া বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশও।


লায়নের প্রশংসার কামিন্স আরও বলেন, 'লায়ন আমাদের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ। বেশিরভাগ ম্যাচে সে দিনে ৩০ ওভার বল করে। এক প্রান্ত দিয়ে সে বল করে এবং সে খুব বেশি রানও দেয় না। সে কিছু উইকেট তুলে নেবে এবং আমাদের পেস বোলাররা আরেক প্রান্তে অদল বদল করে বল করে যাবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball