বাংলাদেশ সিরিজ শেষ জেমিসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না ফার্গুসনের, বদলি জেমিসন
১৮ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরার পর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিতে অনুভব করছেন কাইল জেমিসন। পুরোপুরি ফিট না থাকায় সিরিজের প্রথম ওয়ানডেতে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি নিউজিল্যান্ড। এবার অবশ্য সিরিজের বাকি দুই ম্যাচ থেকেও ছিটকে গেছেন কিউই এই পেসার।
ডানহাতি এই পেসারের অভাব পূরণে প্রথম ওয়ানডের আগেই দলে ডাকা হয়েছিল বেন সিয়ার্সকে। বাকি দুই ওয়ানডেতেও জেমিসনের বদলি হিসেবে দেখা যাবে তরুণ এই পেসারকে। গত বৃহস্পতিপার ডানেডিনের বিমান ধরেন জেমিসন। তখন থেকেই বাম পায়ে অস্বস্তিবোধ করছিলেন ডানহাতি এই পেসার।

প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, ‘আমাদের সামনে অনেক ক্রিকেট। কাইলকে নিয়ে তাই অপ্রয়োজনীয় কোন ঝুঁকি নিতে চাই না। চলতি ওয়ানডে সিরিজে নতুন খেলোয়াড়দের দেখে নিতে চাই বেশি করে। বেন সিয়ার্স সেই ক্যাটাগরিতে ফিট করে।'
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
২৫ বছর বয়সী সিয়ার্সের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। তবে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি সিরিজের দলের ছিলেন। নিউজিল্যান্ডের হয়ে অবশ্য এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন তরুণ এই পেসার। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৯ ম্যাচে ৩৩.৭৭ গড় এবং ৫.৬২ ইকনোমিতে নিয়েছেন ৩৬ উইকেট।
প্রথম ওয়ানডেতে ম্যাচে বৃষ্টি আইনে ৪৪ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), আদি অশোক (দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, মার্ক চাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, উইল ও’রুর্কে, রাচিন রবীন্দ্র, ইশ সোধি (প্রথম ম্যাচের জন্য), উইল ইয়াং এবং বেন সিয়ার্স।