৩৬০ রানে হেরে সিরিজের মাঝে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১১ মার্চ ২৫
বাজে ব্যাটিংয়ে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে ছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সফরকারীদের আরও পিছিয়ে দিয়েছেন উসমান খাওয়াজা এবং মিচেল মার্শ। পার্থ টেস্ট জিততে হলে ৪৫০ রানের পাহাড়সম লক্ষ্য টপকাতে হতো পাকিস্তানকে। ইতিহাস গড়তে গিয়ে যেন অস্ট্রেলিয়ার চাপে উল্টো নিজেরাই বাজে ইতিহাসের সাক্ষী হলেন।
মিচেল স্টার্ক, জশ হেজেলউডদের আগুনে বোলিংয়ের সঙ্গে নাথান লায়নের ঘূর্ণিতে দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখ থুবড়ে পড়া শান মাসুদের দলের হার ৩৬০ রানে। ১৯৯৫ সালের পর খেলা টানা ১৫ টেস্টেই হেরেছে পাকিস্তান। এমন হারের পর দ্বিতীয় টেস্ট শুরুর আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

সূচিতে না থাকলেও মেলবোর্নের জংশন ওভালে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। মূলত নিজেদের প্রস্তুতির ঘাটতি পূরণে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার যোগ্যতা থাকা ভিক্টোরিয়া একাদশের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ হাফিজের শিষ্য। সিরিজ শুরুর আগে প্রাইম মিনিষ্টার একাদশের প্রস্তুতি ম্যাচ খেললেও প্রস্তুতিতে ঘাটতি দেখছেন পাকিস্তানের প্রধান কোচ।
এ প্রসঙ্গে হাফিজ বলেন, ‘এটি (ভিক্টোরিয়া একাদশেরবিপক্ষে খেলা) আমরা সূচিতে অতিরিক্ত যোগ করেছি কারণ আগে এটি ছিল না। একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার পরিবর্তে আমরা আরও বেশি অনুশীলন করতে চেয়েছিলাম। তাদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলার যোগ্যতা আছে। আমরা সব বোলারকে ম্যাচ খেলার মতো পরিবেশ দিতে পারিনি।’
‘তাই আমরা এই প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছি। তাতে করে আমাদের ছেলেরা ম্যাচ খেলার সিনারিও পাবে। আমরা মনে করি এটি আমাদের কাজে দেবে। অবশ্যই, আমরা ভালোভাবে পরিকল্পনা করবো। দুই দিনে আমরা সব খেলোয়াড়কে ব্যবহার করার চেষ্টা করবো যাতে করে তারা কন্ডিশনের সঙ্গে আরও পরিচিত হতে পারে।’
আগামী ২৬ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচ শুরুর আগে ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে খেলা কাজে দিতে পারে তাদের। ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর ওপেনিংয়ে দেখা যেতে পারে মার্কাস হ্যারিসকে। ওয়ার্নারের জায়গা নেয়ার অন্যতম দাবি অজি এই ওপেনার। হ্যারিস খেলেন এই ভিক্টোরিয়াতেই। অস্ট্রেলিয়ার হয়ে খেলা উইল পুকোভস্কি, পিটার হ্যান্ডসকম্বরাও আছেন সেই দলে।