promotional_ad

আর্শদীপ-আভেষের তোপে গোলাপি দিনে ফ্যাকাসে সাউথ আফ্রিকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


গোলাপি জার্সিতে বরাবরই ভয়ঙ্কর সাউথ আফ্রিকা। তবে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে ঘটলো ঠিক উল্টো ঘটনা। দাপট দেখানোর বদলে আর্শদীপ সিং ও আভেষ খানের বোলিং তোপে অসহায় আত্মসমর্পণ করে তারা। ‘পিংক ডে’তে খেলতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় মাত্র ১১৬ রানে। যা ঘরের মাঠে তাদের সর্বনিম্ন সংগ্রহ সহজ লক্ষ্য তাড়ায় খুব বেশি বেগ পেতে হয়নি ভারতকে। শ্রেয়াস আইয়ার ও সাই সুদর্শনের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেট এবং ২০০ বল হাতে রেখেই জয় পায় সফরকারীরা। বলের হিসেবে সাউথ আফ্রিকার এটি দ্বিতীয় বড় হার। ভারতের জন্য অবশ্য এটি চতুর্থ বড় জয়। এদিক এর আগে ২০০৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের কাছে ২১৫ বল বাকি থাকতে হেরেছিল প্রোটিয়ারা।


জয়ের জন্য ১১৭ রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় ভারত। উইয়ান মুল্ডারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৫ রান করা রুতুরাজ গায়কোয়াড়। তিনে নামা আইয়ারকে সঙ্গে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন সুদর্শন। দুজনে মিলে যেন পাল্লা দিয়ে রান তুলেছেন। হাফ সেঞ্চুরি পেয়েছেন তারা দুজনই। ৪৪ বলে হাফ সেঞ্চুরি করা আইয়ার ফিরেছেন ৫২ রানের ইনিংস খেলে।



promotional_ad

আন্দিলে ফিলুকোয়ার বলে ডেভিড মিলারকে ক্যাচ দিয়েছেন তিনি। এদিকে ৪১ বলে হাফ সেঞ্চুরি করা সুদর্শন মাঠ ছেড়েছেন ৫৫ রানের ইনিংস খেলে, দলকে জিতিয়ে। ভারতের চতুর্থ ওপেনার হিসেবে নিজের ওয়ানডে অভিষেকে পঞ্চাশ পেরোনো ইনিংস খেলেছেন সুদর্শন। এর আগে এমন কীর্তি আছে রবিন উথাপ্পা, লোকেশ রাহুল এবং ফায়েজ ফজলের।


এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে সাউথ আফ্রিকা। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারে বোলিং এসেই রেজা হেনড্রিকস এবং রাসি ভ্যান ডার ডাসেনকে ফিরিয়েছেন আর্শদীপ। ৩ রানে ২ উইকেট হারানোর ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন এইডেন মার্করাম ও টনি ডি জর্জি।


যদিও তাদের জুটি খুব বেশি বড় হতে দেননি আর্শদীপ। বাঁহাতি এই পেসারের শর্ট লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে রাহুলকে ক্যাচ দিয়েছেন জর্জি। ২৮ রান করা প্রোটিয়া ওপেনারের বিদায়ে ভাঙে মার্করামের সঙ্গে তার ৩৯ রানের জুটি। এরপর বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর তিন বলে তিন উইকেট হারায় সাউথ আফ্রিকা।



৫২ রানে ৬ উইকেট হারিয়ে আরও ধুঁকতে থাকে স্বাগতিকরা। বিপর্যয় থেকে দলকে টেনে তুলতে পারেননি মিলার। আভেষের ওয়াইড লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পিছনে থাকা রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। শেষ দিকে ফিলুকায়োর ব্যাটে একশ রান পার করে সাউথ আফ্রিকা। তিনিও ফেরেন ৩৩ রানের ইনিংস খেলে। তাতে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় তারা। ভারতের হয়ে আর্শদীপ ৫টি এবং আভেষ নিয়েছেন চারটি উইকেট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball