‘আমরা চ্যাম্পিয়ন হতেই এসেছিলাম’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মাহফুজুরের ৩৯ বলে ৮২ রানের ঝড় ছাপিয়ে ১ রানে জিতল মেট্রো
১৭ ডিসেম্বর ২৪
যুব এশিয়া কাপে যাওয়ার আগে মিরপুরের ক্রিকেট অ্যাকাডেমির সামনে ফটোসেশন হয় বাংলাদেশের যুবাদের। ফটোসেশন শেষে সেদিন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন আরিফুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেদিন তরুণ এই ব্যাটার জানিয়েছিলেন, ম্যাচ বাই ম্যাচ খেলে তারা যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চান। অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির কথাটা ছিল এমন চ্যাম্পিয়ন তো সবাই হতে চায়। তাদের চাওয়া থাকবে নিজেদের প্রক্রিয়া মেনে সামনে এগিয়ে যাওয়া।
সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে দেশকে দিয়ে যাওয়া কথাটা শেষ পর্যন্ত রাখতে পেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে যুব এশিয়া কাপের শুরুটা হয়েছিল মাহফুজুরের দলের। এরপর গ্রুপ পর্বে টাইগার যুবারা উড়িয়ে দিয়েছে জাপান ও শ্রীলঙ্কাকে। সেমিফাইনালে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভারতকে হারানো। কদিন আগে ভারতে গিয়ে চার দলীয় সিরিজ খেললেও প্রত্যাশিত ফল আনতে পারেনি তারা।
দুটি ভাগে খেলা ভারতের যুবাদের বিপক্ষে হারতে হয়েছিল আশিকুর রহমান শিবলীদের। এশিয়া কাপে অবশ্য ভুল করেননি টাইগার যুবারা। বাগে পেয়ে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। ফাইনালে টাইগার যুবাদের সামনে তেমন প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সংযুক্ত আমিরাত। পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে সফরকারীরা। ৭২ রানে ৯ উইকেট তুলে নেয়ার পর বাংলাদেশের জয়টা ছিল কেবল সময়ের ব্যাপার। তাদের অপেক্ষা বাড়িয়েছেন ধ্রুব পারাশার ও অমিদ রেহমান।

প্রথমবারের মতো এশিয়া কাপ জেতার আনন্দে ফেটে পড়তে বাউন্ডারি লাইনের খুব কাছে দাঁড়িয়ে পতাকা উড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন একাদশের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার। টিভি সেটের সামনে থাকা সমর্থকদেরও উল্লাস করার অপেক্ষা। অবশেষে বাংলাদেশকে সেই উপলক্ষ্য এনে দেন পারভেজ রহমান জীবন। ডানহাতি এই অফ স্পিনারের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন অমিদ।
মাহমুদউল্লাহর প্রতি বিসিবির কৃতজ্ঞতা, সতীর্থদের স্মৃতিচারণ আর শ্রদ্ধা
১ ঘন্টা আগে
লং অনে থাকা মোহাম্মদ শিহাব জেমস বল লুফে নিতেই উল্লাসে মাতোয়ারা পুরো বাংলাদেশ। ডাগ আউটে পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকা ক্রিকেটাররা দৌড়ে এলেন মাঠে। ভেতরে থাকা ক্রিকেটাররা কেউ স্টাম্প নেয়ায় ব্যস্ত আবার কেউ উদযাপন করছেন নিজেদের মতো করে। ধারাভাষ্যকক্ষ থেকে ভেসে এলো, ‘বাংলাদেশ হ্যাভ ডান ইট, দিস ইজ দ্যা মোমেন্ট অব গ্লোরি।’ সংযুক্ত আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা উঁচিয়ে ধরলো বাংলাদেশের যুবারা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহফুজুর জানালেন, ফাইনালে জিততেই হবে এমন পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন তারা। শুধু তাই নয় যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়েই সংযুক্ত আরব আমিরাতে এসেছিলেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক। মাহফুজুর বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল এই ম্যাচটা জিততেই হবে। আমরা এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছিলাম। আমরা সেটা করতে পেরেছি।’
পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে আলো ছড়িয়েছেন আশিকুর রহমান। দুটি সেঞ্চুরির সঙ্গে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। ম্যান অব ফাইনাল, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তরুণ এই ওপেনার। বল হাতে আলো কেড়েছেন মারুফ মৃধা, রোহনাত বর্ষন, পারভেজরা। সবাই ভালো খেলায় সতীর্থদের ধন্যবাদ দিয়েছেন মাহফুজুর। তিনি বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ, আমি আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই যারা খুবই ভালো খেলেছে।’
যুব দলকে সমর্থন করায় টিম ম্যানেজমেন্ট, সতীর্??? এবং বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিয়েছেন যুব দলের অধিনায়ক। কদিন পরই সাউথ আফ্রিকার হবে যুবাদের বিশ্বকাপ। সামনে বাংলাদেশকে আরও ভালো কিছু এনে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মাহফুজুর।
তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘এখানে যত টিম ম্যানেজমেন্ট আছে, সতীর্থ আছে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশে আমাদের যারা সমর্থন করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশা আল্লাহ সামনে আমরা আরও ভালো কিছু করবো।’