টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শরিফুল-মিরাজ-নাঈমের দারুণ উন্নতি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
নিউজিল্যান্ডকে সিলেট টেস্টে হারিয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ। যদিও মিরপুরে আশা জাগিয়েও জিততে পারেনি টাইগাররা। তবে এই টেস্টের পারফরম্যান্সে আইসিসির র্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
বিশেষ করে মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও শরিফুল ইসলাম দারুণ উন্নতি করেছেন। সবচেয়ে বেশি এগিয়েছেন শরিফুল। তিনি সাদা পোশাকের বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন। সাপ্তাহিক হালনাগাদের পর ৫৮ নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এই পেসার।

এদিকে নাঈম ৫ ধাপ এগিয়েছেন। তিনি ৪৪তম স্থানে উঠে এসেছেন। দুই ধাপ এগিয়েছেন মিরাজ। মিরপুর টেস্টে ৩ উইকেট নিয়ে ২১ নম্বরে। মিরপুরে ৫ উইকেট নেয়া তাইজুল ইসলাম যথারীতি নিজের ১৪ নম্বর স্থান ধরে রেখেছেন। তিনিই বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থানে আছেন।
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
২ ঘন্টা আগে
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন গ্লেন ফিলিপস। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়েও বড় ভূমিকা আছে তার। প্রথম ইনিংসে ৮৭ রানের ঝড়ো ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৪০ রানের ইনিংসে নিউজিল্যান্ডকে জিতিয়েছেন তিনি।
এর মধ্যে সপ্তম উইকেটে মিচেল স্যান্টনারকে নিয়ে তার অবিচ্ছিন্ন ৭০ রানের জুটি বাংলাদেশের বিপক্ষে চড়াও হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে জায়গা করে নিয়েছেন ফিলিপস। পাশাপাশি ৩ উইকেট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪২ ধাপ এগিয়ে ২৪ নম্বরে এসেছেন ফিলিপস।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ধরে রেখেছেন কেন উইলিয়ামসন। এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন যথারীতি রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় সবার উপরের আছেন রবীন্দ্র জাদেজা।