১০ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে তাইজুল
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
সিলেট টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে কিউইদের একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের এই স্পিনার। এমন পারফরম্যান্সের পুরষ্কার পেয়েছেন তাইজুল।
আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি করেছেন তিনি। বাংলাদেশের বোলারদের টেস্ট ইতিহাসের সেরা ৭০৮ রেটিং পয়েন্ট অর্জন করেছেন বাঁহাতি এই স্পিনার। এর আগে ২০১৭ সালের আগস্টে ৭০৫ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাকিব আল হাসান।

এবার তাকে ছাড়িয়ে গেলেন তাইজুল। ইতিহাস সেরা রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে উঠেছেন তাইজুল। ২২ নম্বর থেকে ৮ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন তিনি। এর আগে সাকিব অবশ্য ২০১১ সালে টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে উঠে এসেছিলেন।
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
২৩ ঘন্টা আগে
এটাই এখনও বাংলাদেশের বোলারদের সেরা র্যাঙ্কিংয়ের রেকর্ড। এদিকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন সিলেট টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। তিনি দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করে ১৩ ধাপ এগিয়েছেন তিনি।
আর তাতেই ৪২ নম্বরে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। এটাই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংও বটে। ৪ ধাপ এগিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও। তিনি ২৪ নম্বর থেকে ২০ নম্বরে উঠে এসেছেন।
এদিকে শীর্ষ তিনে যথারীতি জায়গা ধরে রেখেছেন কেন উইলিয়ামসন, জো রুট ও স্টিভ স্মিথ। বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে তিন এসেছেন রবীন্দ্র জাদেজা। তবে সেরা দুইয়ে যথারীতি আছেন রবিচন্দ্রন অশ্বিন ও কাগিসো রাবাদা।