রশিদকে টপকে বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে বিষ্ণই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটে-বলে ভালো শুরু পেয়েও ছন্দ হারিয়ে ইংল্যান্ডের সিরিজ হার
১ ফেব্রুয়ারি ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে ভারত। ভারতকে এই সিরিজ জেতাতে বড় ভূমিকা রেখেছেন লেগ স্পিনার রবি বিষ্ণই। তিনি ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন ১৮.২২ গড়ে।
এমন পারফরম্যান্সের ফল পেয়েছেন ভারতের এই স্পিনার। সিরিজ শেষেই টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে অভিষেক হয়েছে তার।

এরই মধ্যে ২১ টি টি-টোয়েন্টি খেলে ৩৪ উইকেট তুলে নিয়েছেন তরুণ এই স্পিনার। তাও মাত্র ১৪.৫ স্ট্রাইক রেটে। তার ইকোনোমিও দুর্দান্ত ৭ এর একটু বেশি। এমন পারফরম্যান্সেই শীর্ষে উঠে এসেছেন বিষ্ণই।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে ওমরজাই
৫ মার্চ ২৫
শীর্ষে ওঠার পথে বিষ্ণই পেছনে ফেলেছেন আফগান স্পিন তারকা রশিদ খানকে। ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ২ নম্বরে নেমে গেছেন। বিষ্ণইয়ের নামের পাশে রয়েছে ৬৯৯ রেটিং পয়েন্ট।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে আদিল রশিদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা। এদিকে ১৬ ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন ভারতের আরেক স্পিনার অক্ষর প্যাটেল।
এদিকে ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স দিয়ে ১৬ ধাপ এগিয়েছেন ভারতের আরেক ব্যাটার ইয়াসভি জায়সাওয়াল। তিনি আছেন ১৯ নম্বরে।
এর বাইরে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ১৬ ধাপ এগিয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।