যতদিন হাঁটতে পারব, ততদিন আইপিএল খেলব: ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ কোটির সাকারিয়া এখন ২ লাখ রুপির নেট বোলার
২ ঘন্টা আগে
মারকুটে আর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বেশ সুপরিচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও এই অজি অলরাউন্ডারের চাহিদা বিস্তর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত মুখ ম্যাক্সওয়েল। লম্বা সময় ধরে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন।
ম্যাক্সওয়েল মনে করেন তার ক্যারিয়ার সমৃদ্ধ করার পেছনে আইপিএলের বড় অবদান আছে। তাই ক্যারিয়ারের শেষ পর্যন্ত আইপিএলে খেলার ঘোষণা দিয়েছেন তিনি। চলতি বছরটা স্বপ্নের মতো কেটেছে ম্যাক্সওয়েলের। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে তার ২০১ রানের মহাকাব্যিক ইনিংসটি এক কথায় ক্রিকেট রূপকথার অংশ হয়ে গেছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন তিনি। ফর্মের তুঙ্গে থাকা ম্যাক্সওয়েলকে এবারও ধরে রেখেছে তার দল বেঙ্গালুরু।
আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি
২৮ ফেব্রুয়ারি ২৫
আইপিএল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘ভবিষ্যতে আমি যত টুর্নামেন্ট খেলব, তার মধ্যে সম্ভবত আইপিএলই হবে শেষ টুর্নামেন্ট। আমি তখনই আইপিএল ছাড়ব, যখন আর হাঁটতে পারব না। আমার ক্যারিয়ারে আইপিএল কতটা ভালো ভূমিকা রেখেছে, সেটা নিয়েই কথা বলছিলাম; যাদের সঙ্গে মিশেছি, যেসব কোচের অধীন খেলেছি, যেসব আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি—আমার ক্যারিয়ারে টুর্নামেন্টটির অবদান বলে শেষ করা যাবে না।’
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও ভালো করার পেছনে অন্যতম কারণ হিসেবে আইপিএলের নাম নিয়েছেন ম্যাক্সওয়েল। ক্যারিয়ারের এই পর্যায়ে এসেও আইপিএলকে শেখার মঞ্চ হিসেবেই মানছেন ম্যাক্সওয়েল। দুই মাস এবি ডি ভিলিয়ার্স-বিরাট কোহলিদের সঙ্গে সময় কাটানোকে ভিন্নরকমের অভিজ্ঞতা হিসেব মূল্যায়ন করেন তিনি।
এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘দুই মাস এবি ডি ভিলিয়ার্স এবং বিরাট কোহলির সতীর্থ হবেন, অন্য ম্যাচ দেখতে দেখতে তাদের সঙ্গে আলাপ হবে। শেখার জায়গা থেকে ভাবলে কোনো ক্রিকেটারের জন্য এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই। আশা করি, অনেক অস্ট্রেলিয়ান আইপিএলে খেলতে পারবেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কন্ডিশনের মিল আছে, একটু শুকনা ও স্পিন ধরে।’