বিশ্বকাপের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন গিল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ একযুগ ও ১০ ম্যাচের অপেক্ষা ভারতের, যা শেষ হয়েছে একটি হতাশাজনক ফাইনাল দিয়ে। বিশ্বকাপটা জিতে গেলেই বছরটা স্বপ্নের মত শেষ হত ভারতের। কিন্ত সেটা হাতছাড়া হওয়ায় সবই যেনো ফ্যাকাসে হয়ে গেছে তাদের। ফলে বছর জুড়ে ব্যাট হাতে ছন্দে থাকলেও বিশ্বকাপের আক্ষেপ তাড়া করছে শুভমান গিলকে। তাই নজর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে।
শেষবার ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর আর ওয়ানডে বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয়নি তাদের। দীর্ঘ একযুগ পর আরো একবার ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করে তারা। শিরোপা জয়ের লক্ষ্যে আসর জুড়ে অপ্রতিরোধ্য ছিলো রোহিত শর্মার দল। অধিনায়ককে সঙ্গী করে প্রায় প্রায় প্রতি ম্যাচেই দলকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছেন গিল।

গ্রুপ পর্ব ও সেমিফাইনাল সহ ভারত টানা ১০ ম্যাচ অপরাজিত থেকে পা রাখে ফাইনালে। কিন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে দলের চাহিদা পূরণে ব্যর্থ ছিলেন ওপেনার গিল। মাত্র ৪ রান করেই ফিরেছিলেন সাজঘরে। ফলে বছর জুড়ে দূর্দান্ত থেকেও বিশ্বকাপ জয়ের হাতছানি গিলকে আক্ষেপে পুড়াচ্ছে এখনো। তবে হতাশা পিছনে ফেলে সামনে হাটতে চান তিনি।
'সিএনবিসি টিভি ১৮'তে আক্ষেপের কথা জানিয়ে গিল বলেছেন, 'আমি মনে করি, এটি আমার জন্য একটি দুর্দান্ত বছর ছিলো। কিন্তু বিশ্বকাপ হাতছাড়া করার কারণে মেজাজ কিছুটা খারাপ হয়ে গিয়েছে। কিন্ত সৌভাগ্যবশত, সামনের বছর আরো একটি বিশ্বকাপ আসছে (টি-টোয়েন্টি বিশ্বকাপ), তাই আমরা সবাই সেটার জন্য অপেক্ষা করছি।'
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এছাড়া সামনেই সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ রয়েছে ভারতের। এমনকি অস্ট্রেলিয়া মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজও খেলবে গিলরা। তাই ব্যর্থতার গল্প পিছনের পিছনে রেখে সামনে এগিয়ে যেতে চান গিল।
তিনি বলেন, 'আগামী এক বছরের মধ্যে, বিশ্বকাপ আসছে, অস্ট্রেলিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টেস্ট সিরিজ আসছে। আমি মনে করি, এই বছর এখনও শেষ হয়নি। আমাদের টেস্ট সিরিজ আছে, সাউথ আফ্রিকার বিপক্ষে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ এবং সাউথ আফ্রিকা সিরিজ সত্যিই কঠিন হতে চলেছে। সেই ম্যাচগুলির জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’