promotional_ad

মিরপুরে ১৫ উইকেটের দিনে শেষ বিকেল রাঙাল বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

১ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

শহরে শীতের প্রভাব পড়ায় সকাল থেকেই সূর্যের দেখা নেই। এদিন সকাল থেকেই মিরপুর ছিল মেঘে ঢাকা। তাতে করে প্রথম সেশনেই জ্বালাতে হয়েছে ফ্লাডলাইট। কুয়াশার কারণে পর্যাপ্ত আলো ছিল না শেষ বিকেলেও। যার ফলে আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা শেষ হয়েছে ১৪ মিনিট আগেই। আলোকস্বল্পতা নেমে আসার আগে শেষ বিকেলটা রাঙিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ১৭২ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে উজ্জ্বল নাজমুল হোসেন শান্তর দল। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ঘূর্ণিতে দিশাহারা নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে ১১৭ রানে পিছিয়ে থাকা সফরকারীরা ৫ উইকেটে তুলেছে ৫৫ রান।


মিরপুরে অল্প রানে গুটিয়ে যাওয়ায় বল হাতে দ্রুত উইকেট নেয়ার বিকল্প ছিল না বাংলাদেশের। সেই কাজটা ঠিকঠাক করেছেন মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল বেরিয়ে যাবে ভেবে ছেড়ে দিয়েছিলেন ডেভন কনওয়ে। বাঁহাতি এই ওপেনার যেমনটা ভেবেছেন ঘটেছে ঠিক তার উল্টোটা। বল বেরিয়ে না গিয়ে লন্ডভন্ড করে দেয় কনওয়ের স্টাম্প। খানিকটা বোকার মতোই তাকিয়ে থাকতে হয়েছে কিউই ওপেনারকে। সিলেট টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়া কনওয়ে এদিন ফিরে গেছেন ১১ রানে।


মিরাজের পর বাংলাদেশকে উইকেট এনে দিয়েছেন তাইজুল। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বাইরের নিচু হওয়া ডেলিভারিতে পেছনের পায়ে ভর দিয়ে খেলতে চেয়েছিলেন টম লাথাম। অনেকটা নিচু হয়ে যাওয়া ডেলিভারি ব্যাটের নিচের অংশে লেগে জমা পড়ে উইকেটকিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। ফলে ৪ রানেই ফিরে যেতে হয় লাথামকে। বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে টেস্টে ঘরের মাঠে ১৫০তম উইকেট তুলে নিলেন তাইজুল। নিজের পরের ওভারে ফিরিয়েছেন হেনরি নিকোলসকেও।


তাইজুলের ঝুঁলিয়ে দেয়া ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে থাকা শরিফুলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এদিকে জীবন পেলেও বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসন। মিরাজের অফ স্টাম্পের বাইরের পড়ে লাফিয়ে উঠা ডেলিভারিতে শর্ট লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ডান দিকে হাত বাড়িয়ে শাহাদাত হোসেন দিপু দারুণ ক্যাচ লুফে নিলে ফিরে যেতে হয় ১৩ রান করা উইলিয়ামসনকে।


একই ওভারে টম ব্লান্ডেলকেও ফিরিয়েছেন মিরাজ। অফ স্টাম্পের বাইরের পড়ে নিখুঁত টার্ন করা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ব্লান্ডেল। আবেদন করতেই আউট দেন আম্পায়ার। ড্যারিল মিচেলের সঙ্গে আলাপ করলেও রিভিউ নেননি রানের খাতা খুলতে না পারা এই ব্যাটার। মিচেল ১২ এবং গ্লেন ফিলিপস অপরাজিত আছেন ৫ রানে। বাংলাদেশের হয়ে মিরাজ তিনটি এবং তাইজুল দুটি উইকেট নিয়েছেন।



promotional_ad

এর আগে টস জিতে সিলেটের মতো ঢাকা টেস্টেও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘূর্ণিঝড় মিগযাউমের ফলে সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল আকাশ। যার ফলে দিনের প্রথম সেশনের শুরুর দিকেই মিরপুরে জ্বলে ফ্লাডলাইট। পেসাররা বাড়তি সুবিধা পাওয়ার কথা থাকলেও ষষ্ঠ ওভারেই স্পিনার এজাজ প্যাটেলের হাতে বল তুলে দেন টিম সাউদি। অপর প্রান্ত ডেকে আনা হয় মিচেল স্যান্টনারকেও। দুই স্পিনারের বল হাতে তুলে দিতেই উইকেটের দেখা পায় নিউজিল্যান্ড। 


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

ধৈর্য্য হারিয়ে স্যান্টনারের বলে উইকেট থেকে বেরিয়ে এসে উড়িয়ে মেরেছিলেন জাকির হাসান। তবে বল ব্যাটের কানায় লেগে মিড অন পার হয়নি। কেন উইলিয়ামসন সহজ ক্যাচ নিলে ফিরে যেতে হয় ৮ রান করা বাঁহাতি এই ওপেনারকে। পরের ওভারে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়ও। এজাজের স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে থাকা টম লাথামকে ক্যাচ দিয়ে সাজঘরের পথে হাঁটেন ১৪ রান করা এই ব্যাটার। 


২৯ রানে দুই ওপেনারকে হারানোর পর মুমিনুল হক ও শান্তর দায়িত্ব ছিল বাংলাদেশকে টেনে নেয়ার। তবে সেটা পারেননি মুমিনুল। সাজঘরে ফিরে গেছেন দ্রুতই। এজাজের অফ স্টাম্পের বাইরের টার্ন করা ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটকিপার টম ব্লান্ডেলকে ক্যাচ দিয়েছেন ৫ রান করা মুমিনুল। দলের রান পঞ্চাশ হওয়ার আগে আউট হয়েছেন শান্তও। স্যান্টনারের অফ স্টাম্পের বাইরের বলে রিভার্স সুইপ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। 


ব্যাটে-বলে না হওয়ায় বল সরাসরি তার প্যাডে আঘাত হানে। জোরালো আবেদন করলেও শুরুতে আউট দেননি আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিয়ে ৯ রান করা শান্তকে ফেরায় নিউজিল্যান্ড। ৪৭ রানে ৪ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন মুশফিক ও শাহাদাত হোসেন দিপু। অনেকটা সময় তারা দুজনে মিলে বাংলাদেশকে টেনে নেয়ার চেষ্টা করেছেন। মুশফিকের বিদায়ে ভাঙে তাদের দুজনের ৫৭ রানের জুটি। 


কাইল জেমিসনের স্টাম্পের ওপর করা ডেলিভারিতে ডিফেন্স করেছিলেন মুশফিক। বল ব্যাটে লাগার পর স্টাম্প থেকে দূরে যাচ্ছিলো। এমন সময় হাত দিয়ে ধরে বলটি আরও দূরে সরিয়ে দেন অভিজ্ঞ এই ব্যাটার। মুশফিকের এমন কাণ্ডে আবেদন করেন জেমিসন। বাকি ফিল্ডাররা তাকে সঙ্গ দিতেই মুশফিককে ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড’ আউট দেন আম্পায়ার। ৩৫ রান করাা মুশফিকের বিদায়ে ভাঙে দিপুর সঙ্গে ৫৭ রানের জুটি। 


নিজের উইকেট ছুঁড়ে দিয়ে আসেন দিপু। গ্লেন ফিলিপসের লেগ স্টাম্পে পড়ে টার্ন করে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে অন পুশ করতে গিয়ে উইকেটকিপার ব্লান্ডেলের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩১ রান করা দিপু। এরপর মেহেদী হাসান মিরাজ ২০, নাঈম হাসান ১৩ এবং শরিফুল ইসলাম ১০ রান করে বাংলাদেশের রান নিয়ে গেছেন ১৭২ রানে। নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার ও ফিলিপস নিয়েছেন তিনটি করে উইকেট। 



সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):


বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৭২/১০ (৬৬.২) (জয় ১৪, মুশফিক ৩৫, দিপু ৩১, মিরাজ ২০; ফিলিপস ৩/৩১, স্যান্টনার ৩/৬৫)


নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)-   ৫৫/৫ (১২.৪ ওভার) (উইলিয়ামসন ১৩, মিচেল ১২*, কনওয়ে ১১; মিরাজ ৩/১৭, তাইজুল ২/২৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball