আমি কোহলিকে অধিনায়কত্ব থেকে সরাইনি: গাঙ্গুলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১৩ মার্চ ২৫
ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তবে ব্যাট হাতে নিজেকে আরো বেশি সময় দিতে দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান তিনি। কিন্ত এই বিষয়টি তার ভক্তরা সহজ ভাবে নিতে পারেনি। এমনকি এর জন্য কোহলির ভক্তরা কাঠগড়ায় দাঁড় করান তৎকালীন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে।
মহেন্দ্র সিং ধোনির পর ভারতের নেতৃত্ব পান কোহলি। এসময় সাদা পোশাকে দারুণ সফলতা পান কোহলি। অবশ্য সেই তুলনায় রঙিন পোশাকে কিছু ফ্যাকাসে ছিলেন তিনি। কোহলির অধীনে খেলা ৬৮টি টেস্টের ৪০ টিতেই জয়ের দেখা পায় ভারত। যা তাকে টেস্টে ভারতের সবথেকে সফল কোচের তালিকার শীর্ষে নিয়ে আসে।

টেস্টের তুলনায় অবশ্য রঙিন পোশাকে তার সফলতা কিছুটা কম। তার অধীনে ৯৫ ম্যাচে খেলে ভারত জয় পেয়েছে ৬৮ টি। টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে ৩০ টি জয়ের দেখা পেয়েছেন কোহলি। তবে ২০২১ সালে তিন ফরম্যাট থেকে কোহলি সড়ে দাঁড়ালে বিতর্কের সৃষ্টি হয়। দায়ী করা হয় তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্টকে। ঘটনার দুই বছর পর গাঙ্গুলি আবারো মুখ খুললেন।
আমরাই পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক করেছিলাম: সৌরভ
৯ মার্চ ২৫
তিনি সম্প্রতি বলেছেন, 'আমি বিরাটকে অধিনায়কত্ব থেকে সারাইনি। এই কথাটা অনেকবার বলেছি। সে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী ছিলেন না। সে সিদ্ধান্ত নেয়ার পর, আমি তাকে বলেছিলাম, আপনি যদি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে আগ্রহী না হন, তাহলে পুরো সাদা বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ালে ভালো হয়। তাহলে সাদা বলের জন্য একজন অধিনায়ক এবং লাল বলের জন্য একজন অধিনায়ক রাখা যাবে।'
যদিও সেই সময় ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছিল যে, সিদ্ধান্তটি কোহলির নিজের। মূলত কোহলি তখন অনুভব করেছিলেন ২০২২ ও ২০২৩ সালের বিশ্বকাপে দলের ভালোর জন্য নিজের ব্যাটিং নিয়ে আরো বাড়তি সময় দেয়া প্রয়োজন। তাই তিনি নিজের অধিনায়কত্ব ছাড়তে চান।
অবশ্য নিজের সিদ্ধান্তের ভালো ফলই পেয়েছেন কোহলি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এই ডানহাতি এই ব্যাটার। আসরে মোট ১১ ম্যাচে ৯৫.৬২ গড়ে করেছিলেন ৭৬৫ রান। এসময় ওয়ানডেতে শচিন টেন্ডুলকারের ৪৯ টি হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙ্গেছেন তিনি।