তিন ফরম্যাট থেকেই অবসর নিতে চেয়েছিলেন ডি কক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
সাদা পোশাকের ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন কুইন্টন ডি কক। যদিও সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন। এবারের বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্যারিয়ার ইতি টানার ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটার।
তাকে এখনও টি-টোয়েন্টিতে নিয়মিত পাবে প্রোটিয়ারা। তবে দলটির কোচ রব ওয়াল্টার জানালেন শুধু ওয়ানডে নয় টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায় নিতে চেয়েছিলেন ডি কক। তিনিই এই প্রোটিয়া ব্যাটারকে এখনই সীমিত ওভারের এই ফরম্যাট থেকে অবসর নিতে মানা করেছিলেন।

এ প্রসঙ্গে খোলাসা করে ওয়াল্টার বলেছেন, 'বিশ্বকাপের পর অবসর নেওয়ার সিদ্ধান্তের সময় যখন আমরা কুইনির (ডি কক) সঙ্গে কথা বলেছিলাম, তখন তার মূল পরিকল্পনা ছিল সব ফরম্যাট থেকে অবসর নেয়া। তারপর আমি তাকে এই কাজটা করতে না করলাম।'
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ডি কক। ১০ ম্যাচে চার সেঞ্চুরিতে তার ব্যাট থেকে এসেছিল ৪৯৪ রান। যদিও এই ব্যাটারের দুর্দান্ত ফর্মের পরও সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে প্রোটিয়াদের। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সাউথ আফ্রিকা ডি কককে নিয়েই নিজেদের পরিকল্পনা সাজাবে আসন্ন এই বিশ্ব আসরের জন্য।
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেখানে ডি ককের মতো মারকুটে একজন পরীক্ষিত ব্যাটারকে যেকোনো কোচই দলে চাইবেন। তাই তাকে আগামী বছর পর্যন্ত থেকে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন ওয়াল্টার।
মূলত ডি ককের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর মূল কারণ ছিলো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটের তুলনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই অর্থের ঝনঝনানি বেশি। ক্যারিয়ারের পড়ন্ত বেলাতে তাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই মনোযোগ দিতে চেয়েছিলেন ডি কক।
এই ব্যাটারকে বিগ ব্যাশে খেলার সুযোগ করে দিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাকে। ওয়াল্টার বলেছেন, 'তিনি বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ পেয়েছিলেন যা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তারিখের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। তাকে খেলার মধ্যে রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।'