আরেকটি ‘স্পিন যুদ্ধের’ অপেক্ষায় সাউদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আরো পড়ুন
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
৪ ঘন্টা আগে

সিলেট টেস্টে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের স্পিনাররা ৪০ উইকেটের মধ্যে ৩২টি উইকেট নিয়েছেন। যদিও সিলেটের উইকেট পুরোপুরি স্পিন বান্ধব ছিল না। পেসাররাও সুবিধা পেয়েছেন, ব্যাটাররাও সময় নিয়ে ব্যাটিং করতে পেরেছেন। তবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের উইকেট বরাবরই স্পিন বান্ধব।
এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলও মিরপুরে স্পিন জ্বরে পুড়েছে। বুধবার এই মিরপুরেই বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে দ্বিতীয় টেস্টে। এই ম্যাচে আরেকটি স্পিন যুদ্ধের অপেক্ষায় আছেন কিউই অধিনায়ক টিম সাউদি। তিনি জানিয়েছেন তারা স্পিন বান্ধব উইকেটের কথা ভেবেই নিজেদের তৈরি করেছেন।
সাউদি বলেন, ‘এই কন্ডিশনে স্পিন বড় ভূমিকা রাখবে, এটাই প্রত্যাশিত। প্রথম টেস্টে তা–ই হয়েছে। এখানেও তা–ই হওয়ার কথা। তবে এটা ঠিক, কাইল (জেমিসন) সিলেটে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। এই কন্ডিশনে তাকেও বেশ ভয়ংকর মনে হয়েছে। তবে এখানে সব সময়ই লড়াইটা হবে স্পিনের। এটাই প্রত্যাশিত। দ্বিতীয় টেস্টেও তা–ই হবে হয়তো।’
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে লড়াই করতেই ব্যর্থ হয়েছে কিউইরা। ১৫০ রানে হেরে তারা সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেছে। সিরিজ বাঁচাতে ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই তাদের সামনে। মিরপুরে খেলা চ্যালেঞ্জিং হলেও লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন সাউদি।
তিনি বলেন, 'প্রথম ম্যাচের পারফরম্যান্স অবশ্যই হতাশাজনক। যেমন ভেবেছিলাম, উইকেট তেমনই ছিল। ভালো উইকেট ছিল। (মিরপুরে) ভিন্ন উইকেট অবশ্যই। তবে আমরা স্পিন–সহায়ক উইকেটই হবে ধরে নিচ্ছি। আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে এবং আমাদের সেরা সুযোগ কাজে লাগাতে হবে। আমরা এর জন্য উদগ্রীব। এখানে খেলতে আসা সব সময়ই চ্যালেঞ্জিং। আমরা সামনের পাঁচদিনের দিকে তাকাতে চাই।'
বাংলাদেশের বিপক্ষে ইশ সোধির রেকর্ড বেশ সমৃদ্ধ। এই স্পিনারকেই তুরুপের তাস মানছেন সাউদি। বিশেষ করে সীমিত ওভারে বাংলাদেশের বিপক্ষে তার পারফরম্যান্স আশা দিচ্ছে কিউই অধিনায়ককে। বোলিং গ্রুপ হিসেবেই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড।
সাউদি বলেন, 'টেস্টে সে ভালো করেছে এবং ওয়ানডেতেও তার সাফল্য আছে। কিন্তু আমরা বোলিং গ্রুপ হিসেবে প্রথম টেস্টের চেয়ে ভালো পারফরম্যান্স করতে চাই এবং চাপ তৈরি করতে চাই। আমরা জানি এখানে স্পিন বড় ভূমিকা রাখে আমার মনে হয় আমাদের আরও দীর্ঘ সময় ধরে ভালো খেলতে হবে।'
আরো পড়ুন
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫