promotional_ad

শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হাথুরুসিংহে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

সিলেট টেস্টে দারুণ অধিনায়কত্ব করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্ব করতে নেমেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে ১৫০ রানের দারুণ জয় এনে দিয়েছেন তিনি। 


এমনকি ব্যাট হাতেও পারফর্ম করেছেন। প্রথম ইনিংসে মাত্র ৩৭ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৯৮ বলে ১০৫ রানের দায়িত্বশীল ইনিংস। এ ছাড়া অনেক সময় অপ্রথাগত ফিল্ডিং সাজিয়েও সফল হয়েছেন তিনি। তার বোলিং পরিবর্তনও ছিল দেখার মতো।



promotional_ad

যাকে যখনই বোলিংয়ে এনেছেন তখনই সফল হয়েছেন। প্রথম ইনিংসে গ্লেন ফিলিপস যখন জেঁকে বসেছিলেন। তখন তিনি বল তুলে দিয়েছিলেন মুমিনুল হকের হাতে। এসেই পেয়েছেন সাফল্য। এরপর ইনিংসের শেষদিকে আরও দুই উইকেট পেয়েছিলেন মুমিনুল।


আরো পড়ুন

মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন

৬ মার্চ ২৫
(বাম থেকে) নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লা রিয়াদ

এমন অনেক কিছুই বাংলাদেশের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের চোখে পড়েছে। তিনি শান্তর অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন। সাকিব আল হাসান যদি নেতৃত্ব ছাড়েন তাহলে নতুন অধিনায়ক হওয়ার দোড়ে শান্তকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন হাথুরুসিংহে।


ঢাকা টেস্টের আগে তিনি বলেছেন, 'অধিনায়কত্ব ও নেতৃত্ব দুটি ভিন্ন জিনিস। শান্তর অধিনায়কত্ব দারুণ ছিল। কৌশলগতভাবে সে ভালো করেছে। প্রায় পুরো ম্যাচেই সে একধাপ এগিয়ে ছিল। তার ফিল্ডিং সাজানোও দুর্দান্ত ছিল। কখনও অপ্রথাগত কিন্তু খুবই কার্যকরী ফিল্ডিং সাজিয়েছে সে। তার নেতৃত্ব অসাধারণ ছিল।'



শান্তকে অধিনায়ক করার বিষয়টি বোর্ডের সিদ্ধান্ত ছিল বলে জানালেন হাথুরুসিংহে। স্থায়ী অধিনায়ক হিসেবে তাকে নিয়োগ দেয়া হবে কিনা এই বিষয়টি ম্যানেজমেন্টের ওপরই ছেড়ে দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ। সঠিক সময়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।


হাথুরুসিংহে বলেন, 'সে নিজের পারফরম্যান্স দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে সম্মান আদায় করে নিয়েছে এবং নিজের মান ধরে রেখেছে। আমি মনে করি সামনে তার লম্বা ভবিষ্যৎ আছে। তাকে অধিনায়ক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বোর্ডের। সঠিক সময়ে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। অবশ্যই সে শক্ত প্রতিদ্বন্দ্বী।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball