একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন হাথুরুসিংহে

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
৪ ঘন্টা আগে
সিলেট টেস্টে নিউজিল্যান্ডের ২০ উইকেটের ১৮টি নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। যদিও সিলেটের উইকেট স্পিন স্বর্গ ছিল না। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। ইতিহাস বলছে মিরপুরের উইকেট স্পিনারদের তীর্থভূমি।
সিলেটে নিজেদের সামর্থ্য অনুযায়ী দল সাজিয়ে সফল হয়েছে বাংলাদেশ। ঢাকা টেস্টের একাদশে কোনো পরিবর্তন আসছে কিনা এমন প্রশ্নে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন উইকেট দেখেই নিজেদের একাদশ সাজাবে বাংলাদেশ।

নিউজিল্যান্ড দল ধারণা পেয়ে যাবে এমনটা ভেবে একাদশ নিয়ে কিছুটা ধোঁয়াশা রেখেছেন বাংলাদেশ কোচ। তবে তার ইঙ্গিতে স্পষ্ট বাংলাদেশের একাদশে খুব বেশি পরিবর্তন দেখা যাবে না। এমনকি এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, 'বেশি তথ্য দিতে চাই না। নিউজিল্যান্ড হয়তো শুনবে। উইকেটের ওপর নির্ভর করবে, ওদের অদক্ষতার ওপরও। সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল খেলা না পর্যন্ত। আমরা চেষ্টা করব খুব বেশি পরিবর্তন না করতে।'
এই টেস্টে নিয়মিত ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ও লিটন দাস নেই। এ ছাড়া ইনিজুরির কারণে খেলতে পারছেন না তাসকিন আহমেদ-ইবাদত হোসেনও। ফলে কিছুটা অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। তবে এই ক্রিকেটারদের স্কিলে কোনো ঘাটতি দেখছেন না বাংলাদেশ কোচ।
তিনি বলেন, 'কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিস্কার। ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো। এনার্জি অন দ্য ফিফথ ডে, যখন প্রতিপক্ষ…'