promotional_ad

‘ফলাফল যেমনই হোক বাজবল চলবে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১২ ঘন্টা আগে
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলেছে 'বাজবল' তত্ত্ব। ফলে ৫ দিনের টেস্ট হয়ে উঠেছে আরো আক্রমণাত্মক। তবে ভারতের মাটিতে এই তত্ত্ব কাজে দেবে কিনা এমন প্রশ্নে দলটির অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন 'সময় হলেই দেখা যাবে'। কিন্ত ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম ঘোষণা দিয়ে দিলেন ফলাফল যেমনি হোক, 'বাজবল' চালিয়ে যাবে তার দল।


আগামী বছর ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ভারতের মাটিতে বাজবল কতটা কার্যকর হবে তা প্রশ্ন রয়েছে। কারণ বাজবল তত্ত্বে নিউজিল্যান্ডের মতো দলকে পরাজিত করেলেও সাউথ আফ্রিকা, পাকিস্তানের বিপক্ষে আশানুরূপ সাফল্য পায়নি ইংলিশরা। তবে  এ কারণে নিজেদের ব্র্যান্ড অব ক্রিকেট থেকে পিছু হটবে না ইংল্যান্ড।



promotional_ad

এ প্রসঙ্গে ম্যাককালাম বলেন, 'ভারতে পাঁচ টেস্টের সিরিজে আমরা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবো। আমি সিরিজটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ আপনি সবসময় চাইবেন সেরা দলের বিপক্ষে নিজেকে পরখ করতে এবং আমি সাধারণত বিশ্বাস করি ভারত নিজেদের কন্ডিশনে সেরা দল। এটা আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জ হবে। আমরা যদি সফল হই দুর্দান্ত ব্যাপার হবে। আমরা যদি সফল নাও হই তাহলেও জানি আমাদের কি করতে হবে।


ভারতের মাটিতে ইংল্যান্ডের শেষ দুই টেস্ট সিরিজের স্মৃতি খুব একটা ভালো নয়। ভারত সফরে এসে ২০১৬-১৭ মৌসুমে ২-১ ও ২০২০-২১ মৌসুমে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছিল ইংল্যান্ড। তবে ম্যাককালের অধীনে ইংলিশদের সফলতার হারটাই বেশি। এখন পর্যন্ত ১৯ টেস্টের ১৩টিতেই জয় পেয়েছে ইংলিশরা। বিপরীতে হেরেছে একটিতে ও ড্র হয়েছে একটি ম্যাচ।


এদিকে অনেকেই মনে করেন বাজবল টেস্ট ক্রিকেটকে বদলে দিতে পারে। এই বিষয়ে স্টোকস বলেছিলেন যে তারা দর্শকদের মাঠে ভিন্ন কিছু দিতে চান, তাই টেস্ট ক্রিকেটের তথাকথিত রীতিতে পরিবর্তন আনার চেষ্টা করছেন। ম্যাককলামও জানালেন এমন কিছুই। মূলত ক্রিকেটকে আরো উপভোগ্য করে তুলতে তারা এভাবে খেলা চালিয়ে যাচ্ছেন।



বাজবল নিয়ে ইংলিশ কোচ বলেন, 'আমরা খেলাটি (বাজবল) খেলছি, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি এবং আমরা ক্রিকেটে যতটা ভালো হওয়ার চেষ্টা করছি। আপনি যখন দায়িত্বে থাকবেন আপনাকে নিশ্চিত করতে হবে খেলাটি আপনি উপভোগ করছেন এবং এটি (উপভোগ) করার জন্য আপনার ক্যারিয়ারের শেষ পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball