আইপিএলে ১৫৮* আমার জীবন বদলে দিয়েছে :ম্যাককালাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ কোটির সাকারিয়া এখন ২ লাখ রুপির নেট বোলার
১৪ ঘন্টা আগে
২০০৮ সালে অর্থ, গ্লামার আর ক্রিকেটকে এক বিন্দুতে মেলাতে পেরেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এক যুগ পর সেই আইপিএল এখন বিলিয়ন ডলারের টুর্নামেন্ট। এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে সারা বছর মুখিয়ে থাকেন নামিদামি সব তারকারা।
আইপিএলের উদ্বোধনী আসরের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সৌরভ গাঙ্গুলির সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র ৭৩ বলে অপরাজিত ১৫৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ব্যান্ডন ম্যাককালাম।

তার ইনিংস জুড়ে ১০ চারের সঙ্গে ইনিংসে ছিল ১৩ ছক্কা। এক যুগ পরও সেই ইনিংসটি দিবা স্বপ্নের মতো ম্যাককালামের কাছে। তিনি জানিয়েছেন এই ইনিংসটি তার জীবন বদলে দিয়েছে। এই ইনিংসের পরই রাতারাতি মারকুটে ব্যাটার হিসেবে তারকা খ্যাতি পেয়ে যান এই কিউই উইকেটরক্ষক ব্যাটার।
সেই ইনিংসের স্মৃতিচারণ করে ম্যাককালাম বলেন, 'এই মুহূর্তটি নিয়ে দিবাস্বপ্ন দেখার কারণ হলো এই ইনিংসটি আমার জীবন বদলে দিয়েছে। আমি শুধু নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার ছিলাম, যেখানে কেউ জানত না আমি কোথা থেকে এসেছি অথবা আমি কি করতে পারি। কিন্তু ওইদিনটি আমাকে প্ল্যাটফর্ম করে দিয়েছে এবং নিজের জীবন বদলানোর সুযোগ করে দিয়েছে।'
খেলোয়াড়ি জীবন শেষে ম্যাককালাম কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের ভূমিকায় আছেন। ম্যাককালামের আক্রমণাত্মক কৌশল 'বাজবল' টেস্ট ক্রিকেটের চেহারাই পালটে দিয়েছে।
নিজের তৈরি করা এই কৌশল নিয়ে ম্যাককালাম বলেন, 'আমরা ভাগ্যবান যে তাৎক্ষণিক কিছু সফলতা পেয়েছি কিন্তু আমার মনে হয় না চলতে থাকবে। আমার মনে হয় গত ১৮ মাসে বেশ কিছু ছেলে নিজেদের সামর্থ্য দেখাতে পেরেছে এবং নেতা হিসেবে আমরা যারা দায়িত্বে থাকি তাদের দায়িত্ব এটাই থাকে যে, সবার কাছ থেকে সেরাটা বের করে আনা।'