খাওয়াজার চোখে এখনও নায়ক ওয়ার্নার-স্মিথরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেকে সরিয়ে নিলে স্টার্ক
১২ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে ক্রিকেটের এই সংস্করণ থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। আগে থেকে ঘোষণা দিয়ে ওয়ার্নারের অবসরে যাওয়ার বিষয়টি পছন্দ হয়নি মিচেল জনসনের। তিনি এই অজি ওপেনারের কড়া সমালোচনা করেছেন।
সমালোচনা করতে গিয়ে ???্যান্ডপেপার গেট কেলেঙ্কারির কথাও তুলে এনেছেন সাবেক এই অজি পেসার। জনসন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের খলনায়ক তকমা দিলেও অজি ব্যাটার উসমান খাওয়াজার কাছে এখনও নায়কের আসনে আছেন ওয়ার্নার।

এ প্রসঙ্গে খাওয়াজা বলেছেন, 'আমার কাছে ডেভি ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ এখনও হিরো। তারা এক বছর ক্রিকেট খেলতে পারেনি। তারা তাদের শাস্তি পেয়েছে। কেউই পরিপূর্ণ নয়, মিচেল জনসনও নয়, আমিও নই এমনকি স্টিভ স্মিথ-ডেভিড ওয়ার্নারও নয়।'
বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম, একসঙ্গে আউট করা যাবে দুই ব্যাটারকে!
২৪ জানুয়ারি ২৫
তিনি জনসনের মন্তব্যের বিরোধিতা করে বলেছেন, 'তারা (ওয়ার্নার-স্মিথ) খেলাটির জন্য ইতিবাচক দৃষ্টিকোণ থেকে যা করেছে... তা অনেক কিছুর থেকেই বেশি। তাই ডেভিড ওয়ার্নার বা অন্য যারা এর সঙ্গে জড়িত তারা হিরো নয় এই কথার সঙ্গে আমি কোনোভাবেই একমত নই।'
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্মিথ ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। লিডারশিপ গ্রুপের অন্যতম অংশ ছিলেন ওয়ার্নার। তাদের সম্মিলিত সিদ্ধান্তেই সেবার বল টেম্পারিং করেছিলেন ক্যামেরন ব্যানক্রফট। এই ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন স্মিথ ও ওয়ার্নার।
সেই সঙ্গে ওয়ার্নারকে আজীবন অধিনায়কত্ব থেকে নিষিদ্ধ কড়া হয়। ৯ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ব্যানক্রফট। টেস্ট থেকে ওয়ার্নারের অবসরের আগে আবারও আলোচনায় তাদের সেই কাণ্ড। বিশেষ করে জনসনের কল্যাণে আবারও সেই ঘটনা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
নিজের কলামে জনসন লিখেছেন, ‘আমরা এখন ডেভিড ওয়ার্নারের বিদায়ী টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। কেউ কী বলতে পারবেন, কেন? কেন ফর্মের সঙ্গে লড়াই করা একজন ওপেনার নিজেই নিজের অবসরের তারিখ ঠিক করে? অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়ের কেন্দ্রে থাকা একজন খেলোয়াড়কে কেনই–বা নায়কোচিত বিদায় দিচ্ছি আমরা?’