promotional_ad

ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রামে বাভুমা-রাবাদা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪ মাসের জন্য ছিটকে গেলেন উড

১৩ মার্চ ২৫
ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ মিস করতে পারেন মার্ক উড, ফাইল ছবি

ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদাকে। নিয়মিত অধিনায়ক বাভুমা না থাকায় ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দিতে দেখা যাবে এইডেন মার্করামকে।


সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাভুমার নেতৃত্বে সেমি ফাইনালে খেলেছে সাউথ আফ্রিকা। বিশ্বকাপেও বেশ কয়েকটি ম্যাচে বাভুমার অনুপস্থিতিতে প্রোটিয়াদের নেতৃত্বে দিতে দেখা গেছে মার্করামকে। এবার তার ওপরই ভরসা রেখেছেন সাউথ আফ্রিকার নির্বাচকরা।


যদিও টেস্ট সিরিজে যথারীতি প্রোটিয়াদের নেতৃত্ব দিতে দেখা যাবে বাভুমাকে। এদিকে প্রথম দুই টি-টোয়েন্টি খেললেও শেষ ম্যাচে দেখা যাবে না জেরাল্ড কোয়েতজি, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিদিকে। টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে বাভুমা, রাবাদা, কোয়েতজি, জানসেন ও এনগিদি সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে একটি প্রথম শ্রেনির ম্যাচে অংশ নেবেন।


প্রথমবারের মতো সাউথ আফ্রিকার টেস্ট দলে ডাক পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার এর মধ্যে রয়েছেন ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও নান্দ্রে বার্গার। টেস্ট দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার হ্যানরিখ ক্লাসেন।



promotional_ad

দলে ফিরেছেন এনগিদি ও কাইল ভেরেইনে। নরকিয়া বিশ্বকাপে খেলতে পারেননি পিঠের চোটের কারণে। ভারতের বিপক্ষেও তার ফেরা হচ্ছে না। কবে ফিরতে পারবেন এ নিয়েও ধারণা দেয়নি ক্রিকেট সাউথ আফ্রিকা। আগামী ১০ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সাউথ আফ্রিকার ভারত সিরিজ।


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

টি-টোয়েন্টি স্কোয়াড-


এইডেন মার্করাম (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটসকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), ডেনোভ্যান ফেরেইরা, রিজা হ্যান্ড্রিক্স, মার্কো জানসেন (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), হ্যানরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), আন্দিলে ফেহলুকায়ো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।


ওয়ানডে স্কোয়াড-


এইডেন মার্করাম (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, রিজা হ্যান্ড্রিক্স, হ্যানরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, মিহলালি এম্পওয়াগোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, আন্দিলে ফেহলুকায়ো, তাবরাইজ শামসি, রসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইনে ও লিজাড উইলিয়ামস।



টেস্ট স্কোয়াড-


টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball