promotional_ad

‘পাকিস্তান দুর্বল দলের বিপক্ষে খেলে এক নম্বর হয়েছে’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের

৯ ঘন্টা আগে
পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম

বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়েছেন বাবর আজম। তবে তাকে নিয়ে সমালোচনা থেমে নেই। অধিনায়ক থাকা অবস্থাতে অনেকবারই সাবেক ক্রিকেটারদের রোষানলে পড়েছেন বাবর। এবার তার সমালোচনা করেছেন সাবেক পেসার জুনাইদ খান।


তিনি বাবরের সমালোচনা করতে গিয়ে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের তুলনা টেনে এনেছেন। জুনাইদ মনে করেন সরফরাজ যেভাবে ধীরে ধীরে অধিনায়ক হিসেবে নিজেকে পরিণত করেছেন দীর্ঘদিন অধিনায়কত্ব করেও সেটা পারেননি বাবর।



promotional_ad

সম্প্রতি ইউটিউবে এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'বাবর অধিনায়ক হিসেবে উন্নতি করেনি। আপনি যদি সরফরাজ আহমেদের দিকে তাকান তাহলে দেখবে সে দিনে দিনে উন্নতি করেছে। তার নেতৃত্বে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি। এক নম্বর দল হয়েছিল তার অধিনায়কত্বেই।'


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

৫ মার্চ ২৫
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

কদিন আগেই বাবরের নেতৃত্বে ওয়ানডেতে এক নম্বর দল হয়েছিল পাকিস্তান। যদিও এর জন্য বাবরকে কৃতিত্ব দিতে নারাজ সাবেক এই পাকিস্তানি পেসার। তার ধারণা ছোটো দলের বিপক্ষে খেলেই পাকিস্তান এক নম্বর দল হয়েছে। বাবরকে ভালো ব্যাটার হিসেবে মূল্যায়ন করলেও তার অধিনায়কত্ব মানসম্পন্ন নয় বলে মনে করেন জুনাইদ।


তার ভাষ্য, 'লোকে বলে আমরা বাবরের নেতৃত্বে ওয়ানডেতে এক নম্বর দল হয়েছি। কিন্তু আমরা এক নম্বর হয়েছি দুর্বল দলের বিপক্ষে খেলে। বাবর দ্রুত শিখতে পারে না। সে বিশ্বমানের ব্যাটার হলেও তার অধিনায়কত্ব মানসম্পন্ন নয়।'



এই কথার মাঝে অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও টেনে এনেছেন জুনাইদ। সাবেক এই পাকিস্তানি পেসার মনে করেন মহেন্দ্র সিং ধোনি ও স্টিফেন ফ্লেমিংও আক্রমণাত্মক অধিনায়ক ছিলেন না। তবে তারা দলকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারতেন। বাবরের এই গুণ নেই বলে প্রকাশ্যে সমালোচনা করেছেন তিনি। 


জুনাইদ বলেন, 'প্যাট কামিন্সকে দেখুন, সে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছে। সে আক্রমণাত্মক, সে অনেক কথা বলে। বিরাট কোহলিও অনেকটা ধুঁকেছে। ধোনি অবসরের পর সে বিপাকে পড়েছিল। কিন্তু তার রেকর্ড ভালো। মানুষ বলে ধোনি এবং ফ্লেমিং আক্রমণাত্মক ছিল না। কিন্তু তারা জানে কীভাবে দলকে নেতৃত্ব দিতে হবে। বাবরের এই গুণ নেই। ছেলেদের সেরাটা বের করে আনতে আপনাকে আক্রমণাত্মক হতে হবে। চার বছর সে সব ফরম্যাটে নেতৃত্ব দিয়েছে কিন্তু কোনো উন্নতি নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball