promotional_ad

পিচকে দুষছেন দ্রাবিড়-রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খুইয়েছে ভারত। এমন দুর্দান্ত ফর্ম নিয়ে খেলতে নেমেও অজিদের বিপক্ষে হারকে ভালোভাবে নিতে পারেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার কাছে হারের কারণ জানতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। দুজনই ফাইনালের পিচকে দোষারোপ করেছেন। তাদের মতে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ যেমন আচরণ করবে ভাবা হয়েছিল তা করেনি।



promotional_ad

তাদের ধারণা ছিল উইকেট আরও বেশি স্পিন সহায়ক হবে এবং স্পিনাররা এর থেকে অনেক বেশি সুবিধা পাবে। তবে সেটা হয়নি। উল্টো অস্ট্রেলিয়ার বোলাররাই সুবিধা পেয়েছেন বেশি। এরপর ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড একাই ভারতের বোলিং আক্রমণ প্রতিহত করে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জিততে সহায়তা করেন।


আরো পড়ুন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের সেরা পাঁচে ভারতের ৩

১২ মার্চ ২৫
বিরাট কোহলি (বামে) ও রোহিত শর্মা (ডানে)

বৃহস্পতিবার ভারতের আসন্ন সাউথ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানেই জয় শাহ, রাজীব শুক্লাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন দ্রাবিড় ও রোহিত। সেখানে আরও উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলার।


ভারতীয় দলের প্রত্যাশা মতোই ব্যবহৃত পুরোনো পিচে ফাইনালের ম্যাচ আয়োজন করা হয়েছিল। এই পিচেই পাকিস্তানের বিপক্ষে খেলেছিল ভারত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কিউরেটররাই ভারতীয় দলকে পুরোনো পিচ ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। এমনটাই জানিয়েছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম।



যদিও সেই পিচ থেকে কোনো রকমের সুবিধাই পায়নি রোহিত শর্মার দল। ম্যাচের আগে পিচে কোনো পানিও দেয়া হয়নি স্পিনারদের সুবিধার জন্য। তুলনামূলকভাবে কিছুটা স্লো ছিল এই পিচ। ভারতীয় দলও এই ধরনের পিচেই দারুণ খেলে টানা ১০ ম্যাচ জিতেছে। তাই কেউ ভাবেওনি ফাইনালে বড় ধাক্কা খেতে চলেছে ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball