লেগ স্পিনার ‘গড়ে তোলার’ লক্ষ্যেই স্কোয়াডে রিশাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশের ২৯ ক্রিকেটার কেউ
১৩ মার্চ ২৫
নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই উপলক্ষে স্কোয়াডে নেয়া হয়েছে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনকে। দেশের ক্রিকেটাঙ্গনে লেগ স্পিনার হিসেবে যারা আছেন, তাদের মধ্যে রিশাদই কিছুটা সুপরিচিত। সাদা বলের ক্রিকেটে ২১ বছর বয়সী এই স্পিনারকে সেভাবে গড়ে তুলতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা।
আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলা হয়েছে রিশাদের। ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ এ বছরই অভিষেক হয় তার। সাম্প্রতিক সময়ে অবশ্য সেরকম কোনো পারফরম্যান্সও নেই তার। জাতীয় লিগে ৪ ম্যাচে সুযোগ পাওয়া রিশাদ উইকেট পেয়েছেন মোটে ৬টি।

তার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'সবাই অনুভব করছে যে, একজন রিস্ট স্পিনার আমাদের গড়ে তোলার দরকার। আমরা কিনতু শেখ মেহেদিকেও নেইনি (ওয়ানডেতে, নিউজিল্যান্ডের কন্ডিশনে)। কারণ ওই কন্ডিশনে অর্থোডক্স স্পিনারদের পারফম্যান্স আশাব্যঞ্জক নয়। সেজন্যই আমরা ভিন্ন কিছু চেষ্টা করছি। অবশ্যই লেগ স্পিনার নিয়ে অনেক কথা হয় আমাদের। আমরা আশা করছি যে, আমাদের যে চাহিদা, রিশাদ তা পূরণ করতে পারবে। মাঝের ওভারগুলোয় আমরা যদি উইকেট নিতে না পারি, বড় টুর্নামেন্ট খেলতে গেলে রান বাঁচানো খুব কঠিন হয়ে যায়।
বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত, দাবি বাশারের
৯ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশের ক্রিকেটে 'লেগ স্পিনার' খুব বেশি নেই। জুবায়ের লিখনের আগে নিকট অতীতে কোনও লেগ স্পিনার সেভাবে দেখা যায়নি। বর্তমানে যারাই খেলছেন, তাদের মধ্যে রিশাদই আছেন 'মন্দের ভালো' হয়ে। এসব জানা আছে নির্বাচকদেরও। আর তাই নেটে রিশাদের বোলিং দেখে তাকে দলে ভিড়িয়েছেন নির্বাচকরা।
বাশার আরও বলেন, 'ওইভাবে দেখলে ওকে খুব ইম্প্রেসিভ মনে হবে না। তবে আমাদের লেগ স্পিনার যতজন আছে, রিশাদই নিয়মিত খেলে সাধারণত। ওকে আমরা যতটা নেটে দেখছি বা ম্যাচ যেগুলো খেলেছে, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আমাদের মনে হয়েছে রিশাদকে নিয়ে আমরা চেষ্টা করতে পারি। এই মুহূর্তে সে-ই একমাত্র লেগ স্পিনার আমাদের আছে, যে কিছুটা সার্ভিস দিতে পারবে বলে আমরা মনে করি।'
এদিকে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্কোয়াডে নেই সাকিব আল হাসান। স্পিনে তার বিকল্প হিসেবে শুধুমাত্র টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে তানভীর ইসলামকে।
তার ব্যাপারে বাশারের বক্তব্য, 'তানভীর বিপিএলে খুব ভালো করেছে। যেহেতু সাকিব আল হাসান নেই, আমাদের ভিন্ন বিকল্প দেখতে হয়েছে। আমাদের মনে হয়েছে, তানভির এখন প্রস্তুত। ওকে আমরা অনেক দিন ধরেই… এর আগেও দলে রেখেছিলাম, কিন্তু খেলানোর সুযোগ হয়নি (এক ম্যাচ খেলেছে)। এবার আশা করি সুযোগ পেলে ভালো করবে।'