promotional_ad

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলে সৌম্য, নতুন মুখ রিশাদ-রাকিবুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সৌম্যকে ছোঁয়া হলো না নাইমের

৯ মার্চ ২৫
প্রাইম ব্যাংকের হয়ে ১২৫ বলে ১৭৬ রানের ইনিংস খেলেছেন নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি

ধারাবাহিক পারফরম্যান্স না থাকলেও সবশেষ কয়েক বছরে বেশ কবারই বাংলাদেশ দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার। বেশ কিছু ম্যাচও খেলেছেন বাঁহাতি এই ওপেনার। নিয়মিত ক্রিকেটাররা বিশ্রামে থাকায় বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও ডাক পেয়েছিলেন তিনি। ম্যাচ খেললেও রান করতে পারেননি, মেটাতে পারেননি প্রত্যাশাও।


জাতীয় দলের হয়ে না থাকলেও কদিন আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন সৌম্য। ৬ ম্যাচের ১১ ইনিংসে ৪৮.৪৪ গড়ে ৪৩৬ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। সেঞ্চুরি না পেলেও চারটি হাফ সেঞ্চুরি পেয়েছেন তিনি। এ ছাড়া বল হাতে ১৭ উইকেট নিয়েছেন ডানহাতি এই মিডিয়াম পেসার। সাদা পোশাকে ভালো করলেও বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাকা হয়েছে সৌম্যকে।


এদিকে চোট থেকে সেরে উঠতে না পারায় নিউজিল্যান্ড সফরেও খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। অভিজ্ঞ এই অলরাউন্ডারের জায়গায় অধিনায়ক হিসেবে পাঠানো হচ্ছে নাজমুল হোসেন শান্তকে। দুই সংস্করণেই শান্তর ডেপুটি হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।



promotional_ad

বিশ্বকাপে খেললেও চোটের কারণে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। বিশ্বকাপ দল থেকে জায়গা হারিয়েছেন দুই স্পিনার নাসুম আহমেদ এবং শেখ মেহেদী হাসান। শেষ ম্যাচের জন্য বিশ্বকাপ দলে ডাক পেলেও টিকে গেছেন এনামুল হক বিজয়। এদিকে ওয়ানডে দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে।


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

৮ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে রাকিবুল হাসান এবং রিশাদ হোসেনকে। সবশেষ ডিপিএলে ১০ ম্যাচে ১২ উইকেট নেয়া রাকিবুল। এ ছাড়া সবশেষ ইমার্জিং এশিয়া কাপে মিত্যবয়ী বোলিংয়ে নজর কেড়েছিলেন তরুণ এই বাঁহাতি স্পিনার। এনসিএলে ৪ ম্যাচে সুযোগ পাওয়া রিশাদ উইকেট পেয়েছেন মোটে ৬টি।


সবশেষ জুলাইয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন আফিফ। এরপর এশিয়ান গেমসে খেলেছিলেন বাংলাদেশের হয়ে। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও ফেরানো হয়েছে তাকে। ফিরেছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলা তানজিম হাসান সাকিব প্রথমবার ডাক পেয়েছেন টি-টোয়েন্টি দলে।


ঘরের মাঠে সিরিজ শেষ করেই নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। যেখানে সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে তারা। ১৭ ডিসেম্বর ডানেডিনে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ২০ ও ২৩ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম দুটি দুপুর ১টা ১০ মিনিট এবং শেষ টি-টোয়েন্টি শুরু হবে ভোর ৬ টায়।



বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।


টি-টোয়েন্টি স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball