হাঁটুর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১০ ঘন্টা আগে
অবশেষে হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন করলেন বেন স্টোকস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পুনর্বাসনের মধ্য দিয়ে দ্রুত সময়ের মধ্যে স্টোকসের সুস্থতা কামনা করেছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অস্ত্রোপচারের কথা জানিয়েছেন স্টোকস নিজেও। লন্ডনের ক্রোমওয়েল হাসপাতালে গেটের সামনে ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক ক্যাপশনে লিখেন, ‘ছুরির তলায় কাজ সম্পন্ন। এখন থেকে পুনর্বাসন শুরু।’

দীর্ঘদিন ধরেই হাঁটুর চোটে ভুগছিলেন স্টোকস। বাম পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করানোর কথা বেশ কিছুদিন আগে থেকেই বলছিলেন তিনি। ৩২ বছর বয়সী অলরাউন্ডার বিশ্বকাপে খেলার কথা ছিল না।
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
১৩ মার্চ ২৫
এই সময়টায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন স্টোকস। যদিও দলের চাওয়ায় অবসর ভেঙে বিশ্বকাপ খেলেন তিনি। হাঁটুতে অসস্তি থাকায় শুধু ব্যাটার হিসেবে খেলতে দেখা যায় তাকে। বিশ্বকাপে ইংল্যান্ড দলের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না।
গ্রুপ পর্বে দশ দলের মধ্যে সপ্তম হয় তারা। ব্যাট হাতে অবশ্য সময়টা ভালোই গেছে স্টোকসের। ৬ ম্যাচ খেলার সুযোগ পেয়ে দুটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিতে তিনি করেন ৩০৪ রান। ডেভিন মালানের পর তিনিই ছিলেন ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।
আগামী জানুয়ারিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাবে ইংল্যান্ড। সেই সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৫ জানুয়ারি। ইংল্যান্ডের গণমাধ্যমের খবর, সেই সিরিজ শুরুর আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন স্টোকস।