এশিয়া কাপের ক্ষতিপূরণ চায় পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
চলতি বছর এশিয়া কাপের আয়োজক ছিলো পাকিস্তান। তবে ভারতের আপত্তি থাকায় হাইব্রিট মডেলে আয়োজন করা হয় এই টুর্নামেন্টটি। পাকিস্তানের সঙ্গে টুর্নামেন্টের সহ-আয়োজক ছিল শ্রীলঙ্কা। ফলে ভারত ছাড়া বাকি সব দলকেই চার্টার্ড বিমানে শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে যাতায়াত করতে হয়েছে।
যদিও বিমানের খরচ বহন করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছে তারই ক্ষতিপূরণ দাবি করেছে পিসিবি। হাইব্রিড মডেল বাস্তবায়ন করতে গিয়ে বাড়তি খরচ গুনতে হয়েছে পাকিস্তানকে।

শ্রীলঙ্কার একটি ট্রাভেল কোম্পানির মাধ্যমে চারটি ম্যাচের জন্য চারটি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছিল পিসিবি। এর জন্য তাদের বড় অঙ্কের টাকা খরচ করতে হয়েছিলো। তাই অতিরিক্ত পরিবহন খরচ, হোটেল ভাড়া ইত্যাদি নিয়ে প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণের দাবি করছে পিসিবি।
পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
১৬ ঘন্টা আগে
পিসিবির একটি সূত্র পিটিআইকে ক্ষতিপূরণের কথা জানিয়ে বলে, 'অতিরিক্ত অর্থ খরচ হয়েছে, যেমন পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে চার্টার্ড ফ্লাইটে নেয়ার খরচ। এ ছাড়াও অন্যান্য অতিরিক্ত খরচ যেমন অতিরিক্ত হোটেল ভাড়া, পরিবহন খরচ যা এশিয়া কাপের প্রাথমিক বাজেটের অন্তর্ভুক্ত ছিল না।'
অবশ্য এই বিষয়ে এখনও মুখ খুলেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদিও পিটিআইয়ের একটি সূত্র জানিয়েছে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে এসিসি। এর কারণ হচ্ছে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবিই। ফলে তাদের এমন দাবি মানছে এসিসি।